সবকিছু ঠিকঠাক চললে শোনাযাচ্ছে যে চতুর্থ টেস্টে নাকি জসপ্রীত বুমরাহকে ভারতীয় দল বিশ্রাম দিতে চলেছে। আর তেমনটা হলে যে ইংল্যান্ড শিবির খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ওয়েস শা-র। শেষ টেস্টে ভারতের কাছে রাজকোটে বিশ্রীভাবে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। টেস্টের মঞ্চে ভারতের কাছে সর্বোচ্চ ব্যবধানে হারতে হয়েছিল ব্রিটিশ বাহিনীকে। সেই জায়গা থেকেই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে ইংল্যান্ড। সেখানেই জসপ্রীত বুমরার অনুপস্থিতি ইংল্যান্ডের সমস্যা বাড়াতে পারে বলেই মনে করছেন ওয়েস শা।
প্রাক্তন এই ইংল্যান্ড ক্রিকেটারের মতে এই সিরিজের জন্য ব্রিটিশ বাহিনী স্পিনের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি নাকি বেশ ভালভাবেই নিয়েছিল। সেই ছবি এই সিরিজেও দেখা গিয়েছিল। সেখানেই ইংল্যান্ডের ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল। কিন্তু জসপ্রীত বুমরার সামনে বারবারই তাদের সমস্যায় পড়তে হয়েছে। সেই কথা মাথায় রেখেই ওয়েস শা এমন একটা মন্তব্য করেছেন। তাঁর মতে বুমরা না থাকলে ইংল্যান্ডেরই সুবিধা হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ১৭ উইকেট জসপ্রীত বুমরার
এই প্রসঙ্গে ওয়েস শা জানিয়েছেন, "আমার মনে হয় এই এই ম্যাচে টার্নিং উইকেট হোক এমনটাই চাইবে ইংল্যান্ড। কারণ যেভাবে তারা এবার স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করেছে, সেখানে কোনওরকমই সমস্যা হয়নি। সেখানে জসপ্রীত বুমরার বিরুদ্ধে খেলার জন্যই সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাদের। আমি শুনেছি যে জসপ্রীত বুমরাহকে নাকি পরের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁকে বিশ্রাম দেওয়া হলে ইংল্যান্ড ক্রিকেটাররা খুশিই হবে"।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বল হাতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন জসপ্রীত বুমরাহ। বিশেষ করে দ্বিতীয় টেস্টে তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের ওপর ভর করেই জয় নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় শিবির। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে জসপ্রীত বুমরাহ একাই তুলে নিয়েছিলেন ৯ উইকেট। রান দিয়েছলেন মাত্র ৯০। তৃতীয় টেস্টেও বল হাতে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের তিনটি ম্যাচ খেলে ১৭টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। শোনাযাচ্ছে তাঁকে ছাড়াই নাকি রাঁচির উদ্দেশে রওনা দিতে চলেছে ভারতীয় দল।
অন্যদিকে শেষ দুটো ম্যাচে ভারতীয় দলে দেখা যায়নি কেএল রাহুলকে। চোটের কারণেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এখন নাকি চোট সারিয়ে প্রায় ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন কেএল রাহুল। রাঁচিতেই ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে পারেন তিনি। গত ম্যাচেও রাহুলের মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত দল থেকে ছিটকেই গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।