শুক্রবারই ৪৪৫ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। ভারতের জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছে। দ্বিতীয় দিনই ব্যাট হাতে সেঞ্চুরী ইনিংস খেলে ফেলেছেন বেন ডাকেট। আবার এই মঞ্চেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের মঞ্চে দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। এরপরই ইংল্যান্ডের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ভারতে চাপে রাখার জন্য ভাবনার সময় টুকুও নাকি দিতে নারাজ ইংল্যান্ড।
রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, "যেভাবে ইংল্যান্ড খেলছে, সেখানে বেশী করাও সম্ভব হচ্ছে না। এই খেলার প্রতি তারা অনেক বেশী আগ্রহ দেখাচ্ছে। তারা আমাদের ভাবনার জন্যও যেমন কম সময় দিচ্ছে, তেমনই সময় সময় দিচ্ছে নিজেদের শ্রম দেওয়ার জন্য। ইংল্যান্ড ব্যাটারদের উদ্দেশ্যে যথেষ্ট ভাল বোলিং করতে হবে এবং প্রত্যাশা করতে হচ্ছে তাদের ব্যাটে লেগে বল যেকোনও দিকে উঠে পড়েছে কিনা ক্যাচের জন্য"।
ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটেই টেস্ট কেরিয়ারের ৫০০ উইকেট অশ্বিনের
এদিন রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে রাজকোটের পিচে নতুন পালক উঠেছে। ইংল্যান্ড ব্যাটিংয়ের জন্য মাঠে নামার সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের দিকে সকলের নজর ছিল। তাঁর ৫০০ উইকেটের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। যদিও খুব একটা বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি কাওকেই। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৩.১ ওভারেই জ্যাক ক্রলিকে থামিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অনিল কুম্বলের রেকর্ড ছোঁয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এদিন বিশ্ব ক্রিকেটের মঞ্চে দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীথরণের পর অশ্বিনের নামেই রয়েছে এই রেকর্ড। ১০০ টির থেকে কম ম্যাচে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছেন এই দুই তারকা ক্রিকেটার। ভারতের হয়ে টেস্টের মঞ্চে রবিচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ উইকেটের মালিক হতে পারবেন কিনা তা তো সময়ই বলবে। তবে যে গতিতে তিনি এগিয়ে চলেছেন কুম্বলেকে টপকে গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
টেস্টের মঞ্চে দ্রুততম বোলার হিসাবে ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৪০০, ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অশ্বিনেরই ঝুলিতে। এবার সেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটেই উঠেছে নতুন পালক। তাঁকে নিয়েই ভারতীয় ক্রিকেট মহলে এখন হৈচৈ। ম্যাচ শেষে ইংল্যান্ডের ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়েই মুখ খুলেছেন অশ্বিন। এই টেস্ট জিততে যে ভারতীয় দলও মরিয়া তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় দিন কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।