/bl-sky-247/media/media_files/gtIgOPV1AzPtewmNhO8t.jpg)
Dhruv Jurel. ( Image Source: X )
তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ধ্রুব জুরেলের। সেখানে উইকেটকিপিংয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। তবে ব্যাটি সেভাবে কিছু করে দেখাতে পারেনি ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। চতুর্থ টেস্টেই ভারতের সিরিজ জয়ের প্রধান করিগড় তিনি। তাঁর লড়াইয়েই ভারতীয় দল পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াতে পেরেছিল এই ম্যাচে। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে এই তরুণ ক্রিকেটারের হাতেই। আপ্লুত হয়েছেন ধ্রুব জুরেল। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া দলের প্রধান কোচ রহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার উদ্দেশ্যে আবেগতড়িত বার্তা দিলেন ধ্রুব জুরেল।
প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছিল ধ্রুব জুরেলের। কিন্তু সেই পারফরম্যান্সটাই যে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই ৯০ রানের ইনিংসে ভর করে ভারত ঘুরে দাঁড়ানোর পাশাপাশি, ইংল্যান্ডের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। একইসঙ্গে সিরিজও ভারতের হাতের মুঠোয়। সেই ম্যাচ শেষেই নিজের উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি ধ্রুব জুরেল। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় তাঁর মতো একজনের ওপর যে ভরসা রেখেছেন তাতেই আপ্লুত ধ্রুব জুরেল।
ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন ধ্রুব জুরেল
সোশ্যাল মিডিয়াতে ধ্রুব জুরেল লিখেছেন, "ধন্যবাদ রোহিত ভাই এবং রাহুল স্যার, এই ছেলেটার ওপর বিশ্বাস রাখার জন্য"।
Thank you Rohit bhaiya, Rahul sir for believing in this boy 🙏🇮🇳❤️ pic.twitter.com/pBlojvB10p
— Dhruv Jurel (@dhruvjurel21) February 26, 2024
দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল অর্ধশতরান পেলেও, একের পর এক উইকেট খুইয়ে কার্যত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল। সেই পরিস্থিতি থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তৃতীয় দিনের শুরু থেকেই লড়াইটা একা করছিলেন। অপর দিকে থাকা লোয়ার অর্ডার ব্যাটাররা কেউই সেভাবে সঙ্গ দিতে পারেননি ধ্রুব জুরেলকে। কিন্তু ইংল্যান্ডের বোলিং লাইনআপের বিরুদ্ধে একেবারেই দমে যাননি এই তরুণ ক্রিকেটার।
কখনোও আকাশদীপ সিং তো কখনোও মহম্মদ সিরাজকে নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছেন। তবে আক্ষেপ একটাই। সেঞ্চুরীটা মাঠেই ফেলে আসতে হয়েছে তাঁকে। শেষরক্ষা করতে পারেননি তিনি। ৯০ রানেই থেমেছিল ধ্রুব জুরেলের ইনিংস। যদিও ধ্রুব জুরেলের অবশ্য সেঞ্চুরী হাতছাড়া হওয়া নিয়ে কোনওরকম আক্ষেপ নেই।তিনি সেঞ্চুরী না পেলেও, এই ইনিংসটাই যে এদিন ভারতের ঘুরে দাঁড়ানোর ভিতটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
চতুর্থ দিনেও শুভমন গিলের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন এই ধ্রুব জুরেল। ভারতীয় দল এদিনও বেশ চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে শুভমন গিলকে সঙ্গত দিয়েছিলেন তিনি। শেষ ইনিংসেও ৩৯ রানে অপরাজিত ছিলেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তিনি। আগামী দিনেও এমন পারফরম্যান্স ধ্রুব জুরেল দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।