সরফরাজ খানের সঙ্গেই ভারতীয় দলের হয়ে অভিষেক টেস্টের মঞ্চে অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। প্রথম ম্যাচেই সকলের নজর কাড়লেন এই তরুণ উইকেটকিপার। কেএস ভরতের জায়গায় তৃতীয় টেস্টে উইকেটকিপার হিসাবে অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। অনেকে নানান কথা বললেও, তাঁকে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না তা বুঝিয়ে দিলেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গড়লেন এক বিরল রেকর্ড। ৯০ বছর পর ভারতীয় ক্রিকেটের মঞ্চে টেস্টে উইকেটকিপার হিসাবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান করলেন ধ্রুব জুরেল।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাত্র চার রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে ধ্রুব জুরেলের। ৪৬ রানে রেহান আহমেদের কাছেই আটকে গিয়েছিলেন তিনি। অভিষেক ম্যাচে অর্ধশতরান পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। অর্ধশতরান হয়ত তিনি পাননি ঠিকই, কিন্তু এদিন ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করেছেন তিনি। ৯০ বছর পর উইকেটকিপার হিসাবে টেস্টে অভিষেকের মঞ্চে সর্বোচ্চ রান করেছেন তিনি। তাঁর আগে এই রেকর্ড গড়েছিলেন ১৯৩৪ সালে দিলবর হুসেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই রেকর্ড গড়েছিলেন তিনি।
ভারতের হয়ে অভিষেক টেস্টে ৪৬ রানের ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল
১৯৩৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে উইকেটকিপার ব্যাটার হিসাবে অভিষেক হয়েছিল দিলবর হুসেনের। সেখানে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে দুই ইনিংসেই অর্ধশতরান পেয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত টেস্ট অভিষেকে ভারতীয় উইকেট কিপার হিসাবে তাঁরই সর্বোচ্চ রয়েছে। সেই তালিকাতেই এবার নাম লেখালেন ধ্রুব জুরেল। অভিষেক ইনিংসেই ৪৬ রান করেছেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসাবে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের নজির গড়লেন ধ্রুব জুরেল।
দ্বিতীয় দিন কুলদীপ যাদব সাজঘরে ফেরার পরই মাঠে এসেছিলেন ধ্রুব দুরেল। কিছুক্ষণের মধ্যেই রবীন্দ্র জাদেজাও সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই পরিস্থিতি থেকেই ম্যাচের হাল ধরেছিলেন ধ্রুব জুরেল। কার্যত তাঁর হাত ধরেই এদিন ৪০০ রানের গন্ডী টপকেছে ভারতীয় দল। কিন্তু কাঙ্খিত অর্ধশতরান করতে পারেননি ধ্রুব জুরেল। ৪৬ রানেই থামতে হয়েছিল এই তরুণ উইকেটকিপার ব্যাটারকে। দ্বিতীয় ইনিংসে সেই আফসোস তাঁর মেটে কিনা সেটাতো সময়ই বলবে।
ধ্রুব জুরেলের ৪৬ রানের ইনিংসটি সাজানো রয়েছে ২টো বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। প্রথম পারফরম্যান্সে সকলের নজর কেড়েছেন তিনি। এবার দ্বিতীয় ইনিংসে ধ্রুব জুরেল বড় রান পান কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।