সেঞ্চুরী হাতছাড়া হওয়ার আক্ষেপ নেই ধ্রুব জুরেলের, অপেক্ষা ট্রফি নেওয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯০ রানের লড়াকু ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল। তাঁর পারফরম্যান্সের প্রশংসাতেই এখন সকলে। সেঞ্চুরী হাতছাড়া হওয়ার আক্ষেপ নেই ধ্রুব জুরেলের।

author-image
Manoj Kumar
New Update
Dhruv Jurel

Dhruv Jurel . ( Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মঞ্চে ভারতীয় দলের ত্রাতা ধ্রুব জুরেল। লড়াইটা দ্বিতীয় দিন থেকে শুরু করেছিলেন। তৃতীয় দিনে তাঁর হাত ধরেই লড়াইয়ে ফিরেছে টিম ইন্ডিয়া। কার্যত ভারত এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই ভিতটা গড়ে দিয়েছেন ধ্রুব জুরেলই। তাঁর ৯০ রানের ইনিংসটা যে এদিন সেঞ্চুরীর থেকেও বড় তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে লড়াই করে শেষপর্যন্ত ৯০ রানে থামতে হয়েছে তাঁকে। সেঞ্চুরীটা মাঠে ফেলে রেখেই এসেছেন তিনি।

তবে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারের সেঞ্চুরী হাতছাড়া হাওয়াতে খুব একটা বেশী আক্ষেপ নেই। তাঁর চোখে এখন শুধুই ভারতের হয়ে ট্রফি নেওয়ার অপেক্ষা। সেঞ্চুরী না হওয়া নিয়ে কোনওরকম ভাবনাই নেই এই তরুণ ক্রিকেটারের। দলের কঠিন পরিস্থিতিতে এমন পারফরম্যান্স করতে পেরেই যেন আপ্লুত তিনি। তৃতীয় দিনের শেষে সেই কথাই তো শোনা গেল ধ্রুব জুরুলের মুখ থেকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস খেলেছেন ধ্রুব জুরেল

তৃতীয় দিনের শেষে ধ্রুব জুরেল জানিয়েছেন, "রাঁচিতে সেঞ্চুরীর সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। আমার এখন একমাত্র স্বপ্ন হল নিজের হাতে এই সিরিজ জয়ের ট্রফিটা তুলব। একইসঙ্গে আমার দেশের হয়ে টেস্ট খেলাটাও ছিল অন্যতম একটা স্বপ্ন"।

দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল অর্ধশতরান পেলেও, একের পর এক উইকেট খুইয়ে কার্যত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল। সেই পরিস্থিতি থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তৃতীয় দিনের শুরু থেকেই লড়াইটা একা করছিলেন। অপর দিকে থাকা লোয়ার অর্ডার ব্যাটাররা কেউই সেভাবে সঙ্গ দিতে পারেননি ধ্রুব জুরেলকে। কিন্তু ইংল্যান্ডের বোলিং লাইনআপের বিরুদ্ধে একেবারেই দমে যাননি এই তরুণ ক্রিকেটার।

কখনোও আকাশদীপ সিং তো কখনোও মহম্মদ সিরাজকে নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছেন। তবে আক্ষেপ একটাই। সেঞ্চুরীটা মাঠেই ফেলে আসতে হয়েছে তাঁকে। শেষরক্ষা করতে পারেননি তিনি। ৯০ রানেই থেমেছিল ধ্রুব জুরেলের ইনিংস। যদিও ধ্রুব জুরেলের অবশ্য সেঞ্চুরী হাতছাড়া হওয়া নিয়ে কোনওরকম আক্ষেপ নেই।তিনি সেঞ্চুরী না পেলেও, এই ইনিংসটাই যে এদিন ভারতের ঘুরে দাঁড়ানোর ভিতটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ভারতের বিরুদ্ধে অভিষেক হওয়ার পর থেকে উইকেটকিপিংয়েও নজর কেড়েছেন এই তরুণ ক্রিকেটার। সিরিজ জয়ের ট্রফিটা হাতে তুলতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

Sports News