প্রথম টেস্টে বাজবল ক্রিকেট সফল হলেও, শেষ দুই টেস্টে আর তা কাজ করেনি। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে বিশ্রী হার হয়েছে ইংল্যান্ডের। হারের হতাশাতো থাকবেই, কিন্তু তাতে একেবারেই ভেঙে পড়তে নারাজ ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। সেই জায়গা থেকেই ঘুর দাঁড়াতে এখনও আত্মবিশ্বাসী ইংল্যান্ডের তারকা অধিনায়ক। তাঁর মতে এই সিরিজে এখনও তাদের কাছে ৩-২ করার সুযোগ রয়েছে। শেষপর্যন্ত ইংল্যান্ড তাদের লক্ষ্য সফল হতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
তৃতীয় টেস্টে ভারতের কাছে কার্যত ধরাশায়ী হয়েছে ব্রিটিশ বাহিনী। ৪৩৪ রানে হেরেছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত ভারতের কাছে টেস্টের মঞ্চে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যবধানে হার। নাঁকউঁচু ব্রিটিশরা যে এই অপমানটা একেবারেই হজম করতে পারছেন না তা ম্যাচ শেষে বেন স্টোকসের কথাবার্তা থেকেই স্পষ্ট। এতবড় হারের ধাক্কা সামলাতে যে খানিকটা হলেও সময় লাগবে তাদের তা বলাই বাহুল্য। আর সেই লক্ষ্যে সবার আগে দলের ড্রেসিংরুমকেই চাঙ্গা করার বার্তা দিচ্ছেন বেন স্টোকস।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ রান করেছেন বেন স্টোকস
ভারতের বিরুদ্ধেও নামার আগে বাজবল ক্রিকেটের কথাই শোনা গিয়েছিল বেন স্টোকসদের মুখে। কিন্তু তৃতীয় টেস্টে তাতে একেবারেই সাফল্য আসেনি। প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩১৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ বাহিনী। বড় লিড নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। এরপরই রাজকোটের বাইশগজে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে শাসন করেছিলেন যশস্বী জয়সওয়াল। দুদিন ধরে তাঁর ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ডের বোলারদের কোনও প্রতিরোধই যথেষ্ট ছিল না। যশস্বীর দ্বিশতরানের সৌজন্য ভারত পৌঁছেছিল রানের পাহাড়ে। সেই পহাড়ই আর টপকাতে পারেনি বেন স্টোকসের ব্রিটিশ বাহিনী।
ম্যাচ শেষে বেন স্টোকস জানিয়েছেন, প্রত্যেকেপই কোনও বিশেষ জিনিস নিয়ে একটা নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু ড্রেসিংরুমে যারা রয়েছেন, তারাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি খুব ভালভাবেই জানি যে আমরা যেভাবে পরিকল্পনা করি অনেকসময়ই তা সেভাবে হয় না। এই মুহূর্তে আমরা ২-১-এ পিছিয়ে রয়েছি, কিন্তু সেখান থেকে ৩-২ করার সুযোগও রয়েছে আমাদের সামনে। এই খেলাকে পিছনে ছেরে রেখেই এগোব আমরা।
ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৫৭ রান। সেখানে রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়তেই পারেননি ব্রিটিশ ব্যাটাররা। মাত্র ১২২ রানেই শেষ হয়ে গিয়েছে বেন স্টোকসের তরকাখচিত ব্যাটিং লাইনআপ। এই হার থেকে শিক্ষা নিয়েই তারা এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।