প্রায় ছয় মাসের অপেক্ষার অবসান ঘটিয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকেটে এই সিরিজের প্রথম বড় রানের মুখ দেখেছেন রোহিত শর্মা। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান পয়েছঠেন ভাতীয় দলের অধিনায়ক। সেইসঙ্গেই বড় রানের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি। রোহিত শর্মার এই পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। কঠিন পরিস্থিতি রোহিত শর্মা এবার কাটিয়ে উঠছেন বলেই মনে করছেন ভারতীয় দলের এঅ প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত রোহিতের হাত ধরে ভারতীয় দল বড় রানের পথে পৌঁছতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের মঞ্চে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা। দুই ম্যাচ মিলিয়ে ১০০ রানের গন্ডীও টপকাতে পারেননি তিনি। রোহিত শর্মাকে নিয়ে আলোচনাও শুরু হয়ে গয়েছিল। টেস্টের মঞ্চে একের পর এক ম্যাচে রোহিত শর্মার ব্যর্থ হাওয়ায় নানান কথাবার্তা চলছিল। অবশেষে সেই জবাবটাই বোধহয় এদিন রাজকোটে দাঁড়িয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক। অর্ধশতরান তো করেছেনই। সেইসঙ্গেই বড় রানের পথে এগিয়ে চলেছেন তিনি।
দীর্ঘ ছয় মাস পর টেস্টে অর্ধশতরান পেলেন রোহিত শর্মা
ইংল্যান্ডের বিরুদ্ধে বারবারই মার্ক উডের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। সেই বাধাটাও এদিন অতিক্রম করেছেন তিনি। রোহিত শর্মার এই পারফরম্যান্স দেখার পরই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ অনিস কুম্বলে কার্যত মুগ্ধ। রোহিত শর্মা তাঁর কঠি পরিস্থিতি ধীরে ধীরে্ অতিক্রম করছেন বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের হাত ধরে ভারতীয় দল বড় রানের লক্ষ্যে পৌঁছতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
অনিল কুম্বলে রোহিত শর্মার পারফরম্যান্স দেখে জানিয়েছেন, তিনি স্টেপ আউট করছেন এবং বড় শট খেলার দিকে এগিয়ে গিয়েছেন। এদিন সবকিছুই ঠিকঠাক করেছেন রোহিত শর্মা এবং সেইসঙ্গেই মার্ক উডের বিরুদ্ধে তাঁর কঠিন পরিস্থিতিটাও কাটিয়ে ফেলেছেন। মার্ক উডের বোলিংয়ের সঙ্গে পরিকল্পনা মাফিক তিন জন ফিল্ডারকে রোপের কাছে ব্যবহার করেছিল ইংল্যান্ড। কিন্তু রোহিত শর্মা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে না দেখে হুক করার চেষ্টা করেননি।
এই ম্যাচ শুরু হওয়ার আগেই সম্পূর্ণ নতুন লুকে রাজকোটের উদ্দেশে রওনা দিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই তাঁর থেকে বড় রানের প্রত্যাশায় ছিলেন সকলে। শেষপর্যন্ত সেটাই হল। রোহিত শর্মার ব্যাট থেকে এবার সেঞ্চুরীর ঝলক আসে কিনা সেটাই দেখার।