বিরাট কোহলির অনুপস্থিতি নিয়ে চিন্তিত নন আকাশ চোপড়া

শেষ তিন ম্যাচেও ভারতীয় দলের হয়ে খেলবেন না বিরাট কোহলি। টেস্ট অভিষেকের পর এই প্রথমবার ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলবেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট।

author-image
Manoj Kumar
New Update
Virat Kohli

Virat Kohli. ( Image Source: X)

শনিবারই সমস্ত জল্পনার আবসান হয়েছে। বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের দল ঘোষণা করেছে ভারত। আর সেই দল দেখার পর থেকেই ক্রিকেট মহল থেকে সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা শুরু হয়েছে। বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারবে কিনা তা নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল জিততে পারবে না এমন ভাবনা একেবারেই নাকি ভিত্তিহীন।

ইংল্যান্ডের বিরুদ্ধেই ঘরের মাঠে নতুন বছরে প্রথম টেস্ট সিরিজে নেমেছে ভারত। সিরিজের আগেই অবশ্য প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করা হচ্ছিল। যদিও সেই সময় শোনা গিয়েছিল যে তৃতীয় টেস্ট থেকেই নাকি ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলি। যদিও শেষপর্যন্ত তা হয়নি। শেষ তিন টেস্টেও ভারতীয় দলে নেই তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

যদিও এই পরিস্থিতি নিয়ে একেবারেই ভয় পেতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে বিরাট কোহলির অনুপস্থিতিতে এর আগেও ভারতীয় দল ম্যাচ জিতেছে। এই সিরিজেই দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি ভারতীয় দলে অনুপস্থিত ছিলেন। তেমনই তেমনই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে সিরিজ জয়ের মঞ্চেও অনুপস্থিত ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেই কথা স্মরণ করিয়েই নিজের বক্তব্য জানিয়েছেন আকাশ চোপড়া। তাঁর মতে বিরাট কোহলি না থাকলেই ভারতীয় দল সিরিজ হেরে যেতে পারে এমনটা ভাবনার কোনও কারণই  নেই।

ক্রিকেট কেরিয়ারে প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজে নেই বিরাট কোহলি

এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, "বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারের অনুপস্থিতি সকলেই অনুভব করবে। কিন্তু তাঁর অনুপস্থিতি কখনোই এটা বোঝায় না যে ভারতীয় দল ম্যাচ হেরে যাবে। কারণ অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে বিরাট কোহলির অনুপস্থিতিতেই হারানো হয়েছিল। বরং অ্যাডিলেড টেস্ট ম্যাচে বিরাট কোহলির উপস্থিতিতেই হেরে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু তারপরই আমরা গাব্বার সেই রেকর্ড ভেঙেছিলাম"।

টেস্টে অভিষেক হওয়ার পর থেকে এই প্রথমবার  ঘরের মাঠে বিরাট কোহলি কোনও টেস্ট সিরিজে নামলেন না। এর আগে প্রতিটি সিরিজেই ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ঘরের মাঠ এবং বিদেশের মাটিতে সিরিজ মিলিয়ে এই নিয়ে মোট তিনবার বিরাট কোহলি টেস্ট সিরিজে খেললেন না। এই নিয়েই এখন ভারতীয় ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।

Sports News