তৃতীয় টেস্টেও কেএস ভরতেই ভরসা রাখার বার্তা আকাশ চোপড়ার

প্রথম দুই টেস্টেই ভারতীয় দলের হয়ে খেলেছেন কেএস ভরত। কিন্তু ব্যাট হাতে বড় রানের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চার ইনিংস মিলিয়ে তাঁর রান ৯৯।

author-image
Manoj Kumar
New Update
KS Bharat

KS Bharat. ( Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ভারতীয় দলে এসেছেন ধ্রুব জুরেল। সেই থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে খেলতে পারেন ধ্রুব জুরেল। কেএস ভরতের পারফরম্যান্সে নাকি খুব একটা খুশি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া কিন্তু কেএস ভরতকে এই ম্যাচেও খেলার পক্ষেই মত দিচ্ছেন। তাঁর মতে এত তাড়াতাড়ি কেএস ভরতকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত্ নয়। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও কেএস ভরতকেই উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলানোর কথা জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের উইকেটকিপার হিসাবে খেলছেন কেএস ভরত। দুই ম্যাচ খেলা হয়ে গেলেও ব্যাট হাতে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। যদিও উইকেটকিপার হিসাবে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। যদিও তাঁর ব্যাটিং পারফরম্যান্স নিয়ে একটা সমালোচনা কিন্তু চলছেই। যদিও আকাশ চোপড়ার মতে এই তৃতীয় টেস্টেও কেএস ভরতের ওপরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভরসা রাখা উচিত্। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

চার ইনিংস মিলিয়ে কেএস ভরতের রান মাত্র ৯৯

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল হেরেছিল। সেখানেই প্রথ ইনিংসে কেএস ভরত করেছিলেন ৪৮ রান এবং দ্বিতীয় ইনিংসে কেএস ভরতের ব্যাটে এসেছিল ২৮ রান। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ক্রিকেটার। সেখানে প্রথম ইনিংসে কেএস ভরত করেছিলেন ১৭ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটারকে। তৃতীয় টেস্টে তিনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। ভারতীয় দলেও এখন উইকেটকিপার হিসাবে কাকে খেলানো হবে সেটা নিয়েই চলছে জোর জল্পনা।

এই প্রসঙ্গে নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, "ভারতীয় দল যদি কেএস ভরতের ওপর তাদের আত্মবিশ্বাস দ্রুত হারিয়ে ফেলে তবে আমি বেশ খানিকটা হতবাকই হব। অতীতেও এমনটা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কেএস ভরতকে দেখা গিয়েছিল। কিন্তু এরপরই ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল ভারতীয় দল। সেখানেই ঈশান কিষাণ খেলেছিল উইকেটকিপার হিসাবে। সেই জন্যই আমার মনে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের খানিকটা হলেও ধৈর্য্যশীল হওয়া প্রয়োজন রয়েছে"।

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন কেএস ভরত। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলেছিলেন তিনি। যদিও এরপরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন কেএস ভরত।

Sports News