তৃতীয় টেস্টে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের সমালোচনায় সরব আকাশ চোপড়া

রাজকোটে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তারা এই টেস্ট ম্যাচটিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে ৪৩৪ রানে পরাজিত হয়েছে।

author-image
Manoj Kumar
New Update
Aakash Chopra

Aakash Chopra. (Photo Source: X)

রাজকোটে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তারা এই টেস্ট ম্যাচটিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে ৪৩৪ রানে পরাজিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, টেস্ট ক্রিকেটে এটি ছিল ভারতের সবথেকে বড় জয়।

প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে রানের পাহাড় তুলেছিল ভারতীয় দল। রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা শতরান করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে, সরফরাজ খানের ব্যাট থেকে অর্ধশতরান এসেছিল। প্ৰথম ইনিংসে বেন ডাকেটের দুর্ধর্ষ ইনিংসের হাত ধরে শুরুটা খুব ভালোভাবে করেছিল ইংল্যান্ড। এরপর, খুব কম সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে শেষমেশ ৩১৯ রানে অলআউট হয়ে যায় বেন স্টোকসের নেতৃত্বাধীন দল।

দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটাররা স্কোরবোর্ডে রানের পাহাড় গড়তে সক্ষম হয়। ইংল্যান্ডের সামনে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৫৫৭ রানের লক্ষ্য রাখে। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটাররা পুরোপুরিভাবে ধরাশায়ী হয়। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের বিরুদ্ধে খেলতে গিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা সমস্যার মধ্যে পড়ে যায়। একমাত্র মার্ক উড ২০ রানের গন্ডি টপকাতে সক্ষম হন। তিনি ৬টি চার এবং ১টি ছয় সহ ১৫ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেশ মাত্র ১২২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

"মার্ক উড শেষে ৩৩ রান করেছিলেন, নাহলে এই দলটি ১০০ রানও করতে পারত না" - আকাশ চোপড়া

তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের এই পারফরম্যান্সের সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেছেন যে মার্ক উড ৩৩ রান না করলে ইংল্যান্ড ১০০ রানের আগেই অলআউট হয়ে যেত।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "মার্ক উড শেষে ৩৩ রান করেছিলেন, নাহলে এই দলটি ১০০ রানও করতে পারত না। তারা ৫০ ওভারও ব্যাট করতে পারেনি। তারা দেড় সেশনও খেলেনি। আমরা দৈনিক মজুরিতে আছি, আমাদের একটু খেয়াল রাখবেন। আমরা যত দিন কাজ করি তার হিসাবেই বেতন পাই। এটা ৪০ ওভারের পিচ ছিল না। এটি একটি অনেক ভালো পিচ ছিল এবং ইংল্যান্ড আসলে নিজেদেরকে খুব খারাপভাবে হতাশ করেছিল।"

উল্লেখযোগ্যভাবে, ভারত এই মুহূর্তে সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষমেশ এই সিরিজটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

Sports News