ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় টেস্টের মঞ্চে দ্বিশতরানের ইনিংস খেলেছেন এই তরুণ ক্রিকেটার। কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান পাওয়ার পর অত্যন্ত উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়াল। দীর্ঘদিনের পরিশ্রমের পর সাফল্য পেয়েই এত উচ্ছ্বসিত এই তরুণ ক্রিকেটার। সোশ্যাল মিডিয়াতে সেই বার্তাই দিয়েছেন যশশ্বী। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুরন্ত ইনিংস খেলে গড়েছেন একাধিক রেকর্ডও। এরপরই যশস্বীর উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। আগামী ম্যাচ গুলোতেও যশস্বী জয়সওয়াল এই ধারা বজায় রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
সোশ্যাল মিডিয়াতে যশস্বী জয়সওয়াল লিখেছেন, "একটি দ্বিশতরান এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত একটা জয়। সত্যিই পরিশ্রমের দাম পেয়েছি। এই মুহূর্তটা মনে হচ্ছে যে নিজের পরিশ্রমের একেবারে সঠিক দাম পেয়েছি। সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য সকলের সমর্থন পাওয়ায় সত্যিই কৃতজ্ঞ"।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল
রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে অবশ্য বড় রান করতে পারেননি তিনি। মাত্র ১০ রানেই থেমে গিয়েছিল এই তরুণ ক্রিকেটারের ব্যাটিং ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তৃতীয় দিনের শুরু থেকেই ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিজেরপ কাঁধে তুলে নিয়েছিলেন এই তরুণ ভারতীয় ব্যাটার। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শুভমন গিল। তৃতীয় দিনই কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীটা সেরে ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু পিঠের যন্ত্রনার জন্য শেষপর্যন্ত রিটায়ার হার্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।
A double century and a sensational win against England! Dedication truly pays dividends, yet it's moments like these that truly validate the effort. Immensely thankful for the support and the team spirit that paved the way to success. 🤍🙏🏼😇#TeamIndia #INDvENG #YBJ64 pic.twitter.com/LWWOV6ThXd
— Yashasvi Jaiswal (@ybj_19) February 19, 2024
সেই সময়ই অবশ্য ভারতীয় দল বড় রানে পৌঁছে গিয়েছিল। চতুর্থ দিন কুলদীপ যাদব সাজঘরে ফেরার পরই ফের মাঠে আসেন এই তরুণ ব্যাটার। এদিন যেন তিনি শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। ইংল্যান্ডের তারকা ব্যাটিং লাইনআপকে মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি। আর সেইসঙ্গেই তাঁর দ্বিশতরান ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। যশস্বী জয়সওয়াল ১৫০ রান পরার সঙ্গেই তাঁকে নিয়ে সকলের মুখে শোনাযাচ্ছিল আশার সুর। শেষপর্যন্ত সমস্ত জল্পনার অবসাম ঘটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের একটা দ্বিশতরান করেন যশস্বী জয়সওয়াল।
তাঁকে সাজঘরে ফেরানোর ক্ষমতা এদিন কোনও ইংল্যান্ড বোলারদের মধ্যেই ছিল না। পরপর দুই টেস্টে দ্বিশতরান করে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও গড়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে একাই ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর আগে কোনও ভারতীয় ক্রিকেটারই এই রেকর্ড গড়তে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রানে অপরাজিত ছিলেন যশস্বী।