আগামী ৭ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। যদিও চতুর্থ টেস্ট জয়ের পরই ভারতীয় দলের সিরিজ জয় সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দল জিতেই এই সিরিজ শেষ করে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে এই ধরমশালাতেই ভারতীয় দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার হাতছানি। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন তিনি। সেইসঙ্গে একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন এই তরুণ ক্রিকেটার। ধরমশালাতেই পাঁচটি রেকর্ড গড়ার হাতছানি রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে।
ভারতীয় হিসাবে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান
ভারতীয় ক্রিকেট হিসাবে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে। এখনও পর্যন্ত একটি টেস্ট সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে সুনীল গাভাসকরের। এই মুহূর্তে তাঁর থেকে মাত্র ১২০ রানে পিছিয়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ৬৫৫ রান রয়েছে যশস্বী জয়সওয়ালের। একমাত্র সুনীল গাভাসকরই এখন রয়েছে তাঁর সামনে। সেই রেকর্ড যশস্বী জয়সওয়াল ভাঙতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তাঁর সঙ্গেই এক আসনে রয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ৬৫৫ রান করে বিরাট কোহলির সঙ্গে এক আসনে রয়েছেন তিনি। সেই রেকর্ড তিনি ভাঙতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
ডন ব্র্যাডম্যনের পর দ্বিতীয় দ্রুততম ১০০০ রান
এখনও পর্যন্ত ডন ব্র্যাডম্যানেরই রয়েছে টেস্টের মঞ্চে দ্রুতত ১০০০ রান করার রেকর্ড। সেই রেকর্ড ছোঁয়ার হাতছানিও রয়েছে যশস্বী জয়সওয়ালের ওপর। সেটাই তিনি করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। এই মুহূর্তে যশস্বী জয়সওয়ালের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট মহল।
একটি টেস্টে সর্বোচ্চ ছয়
কয়েকদিন আগেই তৃতীয় টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড গড়েছিলেন যশস্বী জয়সওয়াল। টেস্টের মঞ্চ হলেও বারবারই তাঁকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা যায়। ইতিমধ্যেই এই সিরিজে ২৩টি ছয় হাঁকানো হয়ে গিয়েছে তাঁর। শেষ টেস্টে ওভার বাউন্ডারি সেই বিরল রেকর্ড তিনি গড়তে পারেন কিনা সেটাই দেখার।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সর্বোচ্চ ২০০ রান
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে একটি দ্বিশতরান করলেই ভারতীয় ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চবার দ্বিশতরান করবেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই এই সিরিজে পরপর দুই ম্যাচে দ্বিশতরান হাঁকানো হয়ে গিয়েছে যশস্বী জয়সওয়ালের। ধরমশালাতেও তিনি পারেন কিনা সেটাই দেখার।