বিদায়বেলায় বার্তা ঋদ্ধির, আবেগে ভাসলেন মনোজ

রবিবার ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি। ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বসেছিল সংবর্ধনার আসর। কিন্তু সেখানে আমন্ত্রিত না থেকেও ময়দানে চূড়ান্ত প্রাসঙ্গিক থাকলেন আরেক প্রাক্তন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। যদিও তিনি এখন ঘরোয়া লিগে ত্রিপুরা দলের সদস্য।

author-image
Manoj Kumar
New Update
Manoj & Wriddhi (Source: X)

Manoj & Wriddhi (Source: X)

রবিবার ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি। ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে বসেছিল সংবর্ধনার আসর। কিন্তু সেখানে আমন্ত্রিত না থেকেও ময়দানে চূড়ান্ত প্রাসঙ্গিক থাকলেন আরেক প্রাক্তন বঙ্গ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। যদিও তিনি এখন ঘরোয়া লিগে ত্রিপুরা দলের সদস্য। কিন্তু তিনি এক সময় সতীর্থ ছিলেন সদ্য প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির। তাঁর এহেন বিশেষ দিনে সতীর্থর অনুপস্থিতি দৃষ্টিনন্দন ছিল না বঙ্গ ক্রিকেটে। কিন্তু এহেন বিশেষ দিনে ঋদ্ধি বিস্মৃত হননি মনোজকে। ইডেনে না থেকেও মনোজের বিদায় বেলার সাক্ষী তিনি।

নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন সতীর্থর উদ্দেশ্যে। যে ছবিতে তাদের দুজনকে একত্রে দেখা যায়। উভয়ই তারা বাংলার জার্সি পড়ে বসে রয়েছেন। ঋদ্ধির বুকে মাথা রেখেছেন মনোজ। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি একটি লম্বা কেরিয়ারের শুভেচ্ছা। ক্যারিয়ারের সবথেকে বেশি সময় জুড়ে তোমার পাশে খেলার অভিজ্ঞতা হয়েছে। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত উপভোগ করি। আগামী দিনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা, মন্নি।’ এর উত্তরে মনোজ তিওয়ারি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঋদ্ধির এই পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, ‘সুপারম্যান ঋদ্ধি ধন্যবাদ।’

মাঠে তারা দীর্ঘদিনের সহযোদ্ধা। ঘরোয়া ক্রিকেট তো বটেই, আইপিএলে, স্থানীয় ক্রিকেটে এমনকি অফিস ম্যাচেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এক দলের হয়ে। মনোজ তিওয়ারির অবসরের কথা জেনে ঋদ্ধিমান সাহা আবেগে ভেসেছেন।

তিনি একটি বিবৃতিতে সাফ জানান, ‘ বাংলার সকল ক্রিকেটারদের তালিকা তৈরি করতে বসলে প্রথম চার পাঁচ জনের মধ্যে নাম আসবে মনোজ তিওয়ারির। বড় দলের বিরুদ্ধে ওর পারফরম্যান্স অসাধারণ। দারুন কিছু সাহসী ইনিংস তো আছেই, পাশাপাশি এসিএল ছিঁড়ে যাওয়ার পরে মনোজের দুরন্ত ফিরে আসা অনুপ্রেরণা হয়ে থেকে যায়।’

মনোজের দায়বদ্ধতা দলের জন্য উদাহরণ হওয়া উচিত, এমনটাই মনে করছেন ঋদ্ধিমান সাহা। তিনি বলেন, ‘ ক্লাব ক্রিকেটেও ওর দায়বদ্ধতা ছিল দেখার মতো। মোহনবাগানের হয়ে ক্লাব ম্যাচেও যেন আন্তর্জাতিক ক্রিকেটের মত মানসিকতা নিয়ে ও খেলতে নাম তো।’ গতবারও রঞ্জিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছেন মনোজ। ফাইনালে তুলেছেন দলকে। মনোজের শূন্যস্থান পূরণ করার মতো এই মুহূর্তে বাংলা দলে কাউকে দেখতে পাচ্ছেন না ঋদ্ধিমান সাহা।

রবিবার সকালে ইডেনে বিহার ম্যাচ জিতে মনোজকে কাঁধে তুলে নিয়েছিলেন তাঁর দলের সতীর্থরা। বিকেলের অনুষ্ঠানে উপস্থিত ছিল গোটা বাংলা দল। কোচ লক্ষ্মীরতন শুক্লার আহ্বানে মনোদের সতীর্থরাও মঞ্চে উঠে আসেন। অধিনায়ক মনোজকে নিয়ে ছবি তোলে তারা। এমন একটা অনুষ্ঠানে উপস্থিত না থেকেও এভাবেই প্রাসঙ্গিক ঠেকে গেলেন ঋদ্ধিমান সাহা। যদিও ঋদ্ধি ছাড়াও এদিন অনুপস্থিতির তালিকায় নাম ছিল সুদীপ চট্টোপাধ্যায় ও অশোক দিন্দারও। দেখা যায়নি প্রাক্তন ক্রিকেটার রণদেব বসু, শ্রীবৎস গোস্বামীকেও। বাংলার হয়ে শেষ ম্যাচ খেলে পিচে চুম্বন করে ক্রিকেটকে বিদায় জানালেন বঙ্গ ক্রিকেটের কিংবদন্তী।

 

Sports News