তৃতীয় টেস্টে জেমস অ্যান্ডারসনের সাথে মার্ক উড, ইংল্যান্ড শিবির জোর দিচ্ছে পেস আক্রমনে

উড ইতিমধ্যেই ভারতের মাটিতে প্রথম টেস্টটিতে অংশ নিয়েছিলেন জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতিতে। ইংল্যান্ড দল থেকে যদি এই পরিস্থিতিতে দুজন সিম বোলার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে লাল বলে পাশাপাশি খেলতে দেখা যাবে দুই ব্রিটিশ তারকাকে।

author-image
Manoj Kumar
New Update
Mark Wood England (Source: X)

Mark Wood England (Source: X)

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে দল গোছাচ্ছেন ইংল্যান্ডের কোচ। ম্যাকালাম আগেই দেখেছেন রাজকোটের পিচে সবুজ ঘাসের পরত লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে জেমস অ্যান্ডারসনের পাশাপাশি দলে আসতে পারেন মার্ক উড। উড ইতিমধ্যেই ভারতের মাটিতে প্রথম টেস্টটিতে অংশ নিয়েছিলেন জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতিতে। ইংল্যান্ড দল থেকে যদি এই পরিস্থিতিতে দুজন সিম বোলার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে লাল বলে পাশাপাশি খেলতে দেখা যাবে দুই ব্রিটিশ তারকাকে।

যদিও এক্ষেত্রেও সোয়েব বশির এবং রেহান আহমেদের জায়গা দলে অটুট থাকবে বলেই শোনা যাচ্ছে। যদিও রেহান আহমেদের ভিসা নিয়ে সমস্যার কথা ইংল্যান্ড শিবিরে শোনা যাচ্ছে। ভিসা দেরিতে মঞ্জুর হওয়ার কারণে তাঁর প্রথম টেস্ট মিস হয়েছিল। বশির ও রেহান দুজনেই জন্মসূত্রে পাকিস্তানি বংশোদ্ভুত। যদিও তাঁর খেলার বিষয়ে এখনো আত্মবিশ্বাসী দলের কিউই কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ২৪ ঘন্টার মধ্যে ভিসার বিষয়টি সংশোধনে পাঠানোর বার্তা দেওয়া হয়েছে। যার ফলে তার রাজকোটে খেলার সম্ভাবনা বেড়েছে। মঙ্গলবার তিনি প্রথমবারের জন্য দলের সাথে প্রশিক্ষণ শিবিরেও যোগ দেন। যদিও তিন স্পিনারের মধ্যে কাকে বসানো হবে সেই বিষয়টি এখনো স্পষ্ট করেনি ইংল্যান্ড শিবির।

বাঁ-হাতি স্পিনার টম হার্টলি দলের হয়ে শীর্ষস্থানীয় উইকেট শিকারি বলে, তাঁকে বাদ না দেওয়ার সম্ভাবনাই প্রবল।

তিনি বটম অর্ডারে ব্যাটিংয়েও সফলতা পেয়েছেন। তবে দলের অধিনায়ক বেন স্টোকস এদিন উডের ভূয়সী প্রশংসা করেন। তিনি উডের খেলার সম্ভাবনা বাড়িয়ে বলেন, ‘অবশ্যই উডের উল্লেখযোগ্য উচ্চমানের গতি রয়েছে। যদি আমাদের দল দুইজন সিমারকে নিয়ে খেলাতে পারে, সেক্ষেত্রে উডের পক্ষে চাপটা একটু কম হবে। ও প্রথম টেস্টে একমাত্র সিম বোলার হিসাবে দলে ছিল। এক্ষেত্রে দুজন সিমারকে ইউজ করলে আমরা বোলিংয়ের দিক থেকেও বৈচিত্র আনতে সক্ষম হবো।’ 

এই সিরিজটির ফলাফল এখনো অবধি দু-তরফেই সমান সমান। সেই নিয়েও বার্তা স্পষ্ট করলেন বেন স্টোকস। তিনি স্পষ্টত জানালেন, ‘আমি মনে করি ১-১ একটি ভালো সিরিজের সেট আপ। আমি চাই প্রতিটি ম্যাচ খেলতে এবং শুধুমাত্র সিরিজের উপর ফোকাস করে চেষ্টা করে যেতে। আমাদের দল যদি ভারতের মাটিতে সেরাটা দিয়ে ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো ফলাফল আমরা নিজের চোখেই দেখতে পাবো।’ এই পরিস্থিতিতে রাজকোটে তৃতীয় টেস্টের ফলাফল কী হয় সেটাই এবার দেখার।

 

Sports News