বাংলাদেশে খেলতে আসাটা সবসময়ই উপভোগ করেন ওয়েন পার্নেল

এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ওয়েন পার্নেল। শেষ ম্যাচে কুমিল্লার বিরুদ্ধে ব্যাট হাতে ১১ বলে ২০ রান করেছেন তিনি। একটি উইকেটও তুলে নিয়েছেন পার্নেল।

author-image
Manoj Kumar
New Update
Wayne Parnell

Wayne Parnell. ( Image Source: X )

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে শেষ ম্যাচে কুমিল্লা টাইগার্সের কাছে হেরে গিয়েছে খুলনা টাইগার্স। সেই খুলনা শিবিরেই ছিলেন দক্ষি আফ্রিকার তারকা ক্রিকেটার ওয়েন পার্নেল। কুমিল্লার কাছে তরা ম্যাচ হেরে গিয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশে খেলতে আসতে পেরে আপ্লুত দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। এর আগেই দেশের জার্সিতে খেলেছেন বাংলাদেশের মাটিতে। এবার বিপিএলের মঞ্চে খেলছেন তিনি। বাংলাদেশে আসতে তাঁর যে বারবারই অত্যন্ত ভাল লাগে সেই কথা বলতেই কোনও দ্বিধা করলেন না। ওয়েন পার্নেলের সেই কথাতেই আপ্লুত সকলে।

এবারের বিপিএলের মাঝপথেই যোগ দিয়েছেন ওয়েন পার্নেল।  খুলনায় তিনি যোগ দেওয়ার যে তাদের দল অনেকটাই শক্তিশালী হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও শেষম্যাচে জিততে পারেনি তারা। কুমিল্লার কাছে সাত উইকেটে হারতে হয়েছে এই দলকে। সেই ম্যাচ শেষ হওয়ার পরই বাংলাদেশে তাঁর আসা নিয়ে মুখ খুলেছেন ওয়েন পার্লেন। সেখানেই তিনি জানিয়েছেন যে কেন বাংলাদেশ তাঁরে কাছে অন্যতম প্রিয়। একইসঙ্গে খুলনা টাইগার্স জিততে না পারাতেও খানিকটা  হতাশ হয়েছেন ওয়েন পার্নেল।

কুমিল্লার বিরুদ্ধে ২০ রান করার সঙ্গে ১টি উইকেট পেয়েছেন ওয়েন পার্নেল

ম্যাচ শেষে ওয়েনব পার্নেল জানিয়েছেন, "মন খুব একটা ভাল নেই, কারণ ম্যাচটা হেরে গিয়েছি। কিন্তু বাংলাদেশে আসতে পেরে এবং বিপিএলে ফিরতে পেরে বেশ ভাল লাগছে। এখানে আসতে আমার সবসময়ই ভাল লাগে। এদিন সকালে এখানে আমাকে দারুনভাবে স্বাগত জানানো হয়েছে। এদিন অবশ্য আমরা জয়ের জন্য যথেষ্ট রান করতে ব্যর্থ হয়েছি। তবে কুমিল্লা এদিন দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছে। তারা সত্যিই খুব ভাল খেলেছে"।

ওয়েন পার্নেল আরও জানিয়েছেন,  "আগেও বহুবার বাংলাদেশে এসেছেন। সেই অতীত অভিজ্ঞতাই এবার বিপিএলের মঞ্চে কাজে লাগাতে চান ওয়েন পার্নেল। তিনি জানিয়েছেন, আমার কাছে একটি জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাঠে এসে যত দ্রুত সম্ভব রান করা। দক্ষিণ আফ্রিকার হয়ে আগেও এখানে খেলেছি। সুতরাং এই ভেন্যু আমার কাছে একেবারেই নতুন কোনও ভেন্যু নয়। তবে এখানে অনেক নতুন ক্রিকেটার রয়েছেন, যাদের বিপক্ষে আগে আমি খেলিনি। তাদের বিরুদ্ধে খেলাটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। তবে এখানে অতীতে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েই খেলার চেষ্টা করছি"।

কুমিল্লার বিরুদ্ধে অবশ্য এদিন বড় রান করতে পারেননি ওয়েন পার্নেল। সেখানে ১১ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে একটি উইকেটও তুলে নিয়েছিলেন ওয়েন পার্নেল।

Sports News