এবার চট্টগ্রামে বসতে চলেছে বিপিএলের আসর

ঢাকা, সিলেটের পর তারা ইতিমধ্যেই  চট্টগ্রামে পৌঁছে গেছে বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে। চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে তাই সবচেয়ে ফুরফুরে মেজাজে দেখা গেল রংপুর রাইডার্সকে।

author-image
Manoj Kumar
New Update
Shakib Al Hasan BPL (Source: X)

Shakib Al Hasan BPL (Source: X)

 

পোড় খাওয়া রংপুরের মুখোমুখি চমক দেখালো খুলনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে। ক্রমাগত ব্যাটসম্যানরা রান পাচ্ছিলেন না। সাকিব আল হাসানের ব্যাটিংয়েও বিশেষ চাকা ঘুরছিলো না ভাগ্যের। এভাবেই বিপিএলে দল হিসেবে যাত্রা শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে সময় যত গড়িয়েছে নিজেদের তত শক্তিশালী করে তুলেছে রংপুর। ঢাকা, সিলেটের পর তারা ইতিমধ্যেই  চট্টগ্রামে পৌঁছে গেছে বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে। চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে তাই সবচেয়ে ফুরফুরে মেজাজে দেখা গেল রংপুর রাইডার্সকে। স্বতঃস্ফূর্ত  না থাকারও কোনো কারণ নেই। এই মুহূর্তে টানা পাঁচ ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেবিলে এক নম্বর স্থানে অবস্থান করছে তারা। ফর্মে ফিরেছে দেশি-বিদেশি প্রায় সমস্ত ক্রিকেটারই। মাঠে নামার আগে গোটা দিন অনুশীলন সম্পূর্ণ করেছে রংপুর। চট্টগ্রামে তাদের প্রথম ম্যাচ খুলনার বিপক্ষে। খুলনা যদিও বিপিএলের শুরুটা করেছিল দুর্দান্তভাবে। তবে মাঝপথে এসে খানিক চোরাবালিতে পথ হারিয়েছে দলটি। যে কারণে রংপুরের বিপক্ষে জয়লাভ করে আবার নিজেদের ছন্দে ফিরে পেতে চাইবে খুলনা টাইগার্স। দুই দলের প্রথম লড়াইয়ে অবশ্য ম্যাচটা জিতে নিয়েছিল খুলনাই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। তাঁদের ঝুলিতে রয়েছে মূল্যবান ৮ পয়েন্ট। ইংলিশ ব্যাটসম্যান এলেক হেলসকে দলে ফিরিয়ে চমক দিয়েছে খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্ট।

এছাড়াও প্রোটিয়া তারকা ওয়েন পারনেলও প্রথমবার বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি খেলবেন। দলে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার জেসন হোল্ডারও। চট্টগ্রাম পর্বের জন্যই তাঁকে বিশেষভাবে দলে নেওয়া হয়েছে।

অন্যদিকে রংপুরও নিজেদের যথেষ্ট শক্তিশালী দল গড়েছে। রেজা হেন্ডরিকসের পাশাপাশি দলে নিয়েছে কিউই তারকা জিমি নিশামকে। দলের হয়ে মাঠে নেমে দুজনেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন। ইমরান তাহিরও একটি ম্যাচ খেলে নিয়েছেন। এই পরিস্থিতিতে চট্টগ্রাম পর্বের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ জমে উঠেছে এ কথা বলাই যায়।

কিন্তু এখানেও বিপত্তির মুখে চট্টগ্রাম। ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের শেষে দলগুলো এখন প্রত্যেকেই পাড়ি দিয়েছে চট্টগ্রামের পথে। আয়োজক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল এখনো ঢাকাতেই আছে। কিন্তু দলটির টিম বাস চট্টগ্রাম যাওয়ার পথে রবিবার সীতাকুণ্ডে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে। লরির সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। যদিও দলটির কোনো খেলোয়াড়, স্টাফ ও সদস্যদের কোনো ক্ষতি হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। বাসটি যদিও আপাতত দুর্ঘটনাস্থলেই রয়েছে। ভেতরে থাকা সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। 

 

Sports News