জাপানের ভিসেল কোভের বিরুদ্ধে টাইব্রেকারে হার হলো ইন্টার মায়ামির। প্রাক প্রস্তুতি সফর পরাজয়ের গ্লানি দিয়েই শেষ করলেন মেসির দল। বেশ কিছুদিন ধরেই টানা ম্যাচ চলছিল বেকহ্যামের ক্লাবের। দর্শকদের প্রত্যাশা চাপে ক্লান্তি নিয়েই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু শেষ রক্ষা হলো না। হং কং-র বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মেসির মাঠে না থাকা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল দলকে। মাঠে উপস্থিত স্বয়ং ডেভিড বেকহ্যামকেও চরম বিদ্রুপের শিকার হতে হয়। আয়োজকরা বহু ক্ষেত্রে অভিযোগ জানিয়েছিলেন, বিশেষত মেসির ফুটবল দেখার জন্যই দর্শকরা চড়া দামে টিকিট কেটে খেলা দেখতে আসেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের এহেন সিদ্ধান্তে আদতে দর্শকদের সাথেই বঞ্চনা করা হয়েছে বলে মনে করেন ম্যাচ আয়োজকরা।
যার ফলে ম্যাচ পরবর্তী সময় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা বিবৃতি দিতে বাধ্য হন। তিনি স্পষ্ট করেন, ‘টানা ম্যাচের ফলে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছে। মাঠে নামার ইচ্ছা থাকলেও শরীর সেদিন সায় দেয়নি। তবে আমি কথা দিতে পারি জাপানের সমর্থকদের আমি ফেরাবো না। তাঁদের জন্যই খেলতে নামবো।’
পরবর্তীতে টোকিও স্টেডিয়ামের সমর্থকরা প্রিয় আর্জেন্টাইন তারকার নামে জয়ধ্বনি দিতে থাকলেও ইন্টার মায়ামির বিশেষ লাভ হয়নি। নির্ধারিত সময় ম্যাচের ফলাফল গোল শূন্য অবস্থাতেই শেষ হয়। টাইব্রেকারে ভিসেল কোবে ৪-৩ গোলে ম্যাচটি জিতে নেয়। ম্যাচের পরবর্তীতে ইন্টার মায়ামি দলের কোচ জেরার্দো তাতা মার্টিনো বিবৃতি দিয়ে বলেন যে, ‘ লিও কে নিয়ে বিশ্বজুড়ে শত সহস্র ফুটবলপ্রেমীদের আবেগ যে কি প্রবল সেটা বারবার প্রমাণিত হয়। কিন্তু এর পাশাপাশি দর্শকদের এটাও মনে রাখতে হবে যে মেসি টানা বিমানযাত্রা করছেন। সেক্ষেত্রে খেলার ধকল, ও নিতে পারছে না। ওকে অন্তত কিছুদিন বিশ্রাম দিতেই হবে।’
এর পাশাপাশি মার্টিনো আরও যোগ করেন, ‘ কোপা আমেরিকা এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলো সামনেই রয়েছে, যেখানে লিও মেসিকে খেলতে হবে। ওকে অবিশ্রান্ত খেলালে কখনোই ওর প্রতি সুবিচার হবে না। ওকে তরতাজা রাখা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। জাপানের ভক্তরা মেসিকে মাঠে দেখে অনাবিল আনন্দ পেয়েছেন। এটা আমাদের কাছে একটি বড় প্রাপ্তি।’ নতুন মরশুমে ইন্টার মায়ামির সফর খুব একটা আশাব্যঞ্জক ভাবে শুরু হয়নি। তবে এ নিয়ে চিন্তা করতে নারাজ মার্টিনো। তিনি সমর্থকদের আশ্বস্ত করেছেন যে, পরবর্তীতে অন্য ইন্টার মায়ামিকে মেজর লিগ সকারে দেখা যাবে।