নিজের কেরিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যেই টেস্ট ম্যাচ থেকে সাময়িক বিরতি চান তাসকিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনিস জানান, ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সাময়িক বিরতি চেয়েছেন তাসকিন।

author-image
Manoj Kumar
New Update
Taskin Ahmed

Taskin Ahmed

বেশ কিছুদিন সময় ধরেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে আসছেন তাসকিন আহমেদ। এই মুহূর্তে জাতীয় দলের পেশ বোলিংয়ের মূল অস্ত্র তিনি। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন আপাতত নিজেকে টেস্ট ক্রিকেটের বাইরে রাখতে চান। তিনি বোর্ডের কাছে এই বিষয়ে বিশেষ অনুরোধ করেছেন বলেও শোনা গেছে। তবে হঠাৎ এমন সিদ্ধান্তের মূল কারণ কি? বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের বিপক্ষে ম্যাচের পর বিষয়টি সবার কাছে খোলসা করেছেন এই ডানহাতি পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনিস জানান, ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সাময়িক বিরতি চেয়েছেন তাসকিন। গত বুধবার সিলেটের বিপক্ষে ম্যাচে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব দুরন্তভাবে সামলান এই অভিজ্ঞ ক্রিকেটার। ম্যাচ পরবর্তী সময়ের সাংবাদিক সম্মেলনে এসে টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টি ব্যক্ত করেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বিবৃতি দেন, ‘বিশ্বকাপের সময় সর্বশেষ এমআরআই যখন করা হয়েছিল, আমার কাঁধে ৪৫ শতাংশ টিআর ছিল। এখনো খেলতে গেলে বেশ বেগ পেতে হচ্ছে। তবে আরেকটু বড় টিয়ার হলে সে ক্ষেত্রে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে ৮ মাস থেকে এক বছর মাঠের বাইরে থাকতে হবে। স্বাভাবিকভাবেই যখন মাঠে ফিরবো, আগের মতো ছন্দ নাও থাকতে পারে। তাই জন্য আমি বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছি যে আমাকে টেস্ট ক্রিকেট থেকে কিছুদিন যাতে বিরত রাখা যায়। তাহলে আমার কাঁধ ভালো থাকবে ও বিরতিহীন ভাবে খেলা চালিয়ে যেতে পারবো।’

প্রসঙ্গত ভারতের মাটিতে গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে এসেছিলেন তাসকিন আহমেদ। যদিও গোটা বিশ্বকাপ জুড়েই, সেভাবে ছন্দে দেখা যায়নি বাংলাদেশের এই তারকা পেসারকে।

পরবর্তীতে জানতে পারা যায় যে বিশ্বকাপের সময় থেকেই কাঁধের চোটে ভুগছিলেন তিনি। চোট নিয়েই তিনি গোটা বিশ্বকাপে খেলা চালিয়ে গিয়েছেন। তাই বর্তমানে ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন তাসকিন আহমেদ। শোনা যাচ্ছে বিপিএল শেষ হতে না হতেই তিনটি ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কার জাতীয় দল। সেক্ষেত্রে সাদা বলের সিরিজে তাসকিন উপস্থিত থাকলেও টেস্টে অনুপস্থিত থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। আপাতত তার বিকল্প হিসেবে দলে কার স্থান হয়, সেইদিকেই তাকিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।







Sports News