ফাইনালে উঠতেই আলোচনায় তামিমের স্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তামিমের ফরচুন বরিশাল। তামিম-শাকিব লড়াইয়ে জয়ের হাসি হেসেছেন বাংলাদেশের অন্যতম লড়াকু ওপেনার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎই সমাজমাধ্যমে ভাইরাল তামিমের স্ত্রীর পোস্ট।

author-image
Manoj Kumar
New Update
Tamim and his wife (Source: X)

Tamim and his wife (Source: X)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে তামিমের ফরচুন বরিশাল। তামিম-শাকিব লড়াইয়ে জয়ের হাসি হেসেছেন বাংলাদেশের অন্যতম লড়াকু ওপেনার। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎই সমাজমাধ্যমে ভাইরাল তামিমের স্ত্রীর পোস্ট।

গত বছর তামিম ইকবালের কেরিয়ারটি কেটেছে নানা উত্থান পতনের মধ্যে দিয়ে। ক্রিকেটকে আকস্মিক বিদায় জানানোর পর আবার প্রত্যাবর্তন এবং পরবর্তীতে সাকিব দ্বন্দ্বে বিশ্বকাপে না খেলা, সমস্ত বিষয়ই বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। যদিও জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও তামিম ইকবাল চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। পাশাপাশি নিজের দলকেও তুলেছেন ফাইনালে।

ফাইনালে ওঠার পর তামিমের স্ত্রীর পোস্টেই ছড়িয়েছে বিতর্ক। তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকী ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন পোস্ট করে জানান টুর্নামেন্টের আগেই দলকে ফাইনালে তোলার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তামিম। তিনি একটি বিবৃতি দিয়ে পোস্টের মধ্যে লেখেন, ‘ তামিম ইকবাল, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছিলে “আমরা ফাইনাল খেলবো!” তুমি কথা রেখেছো। তোমরা দলগতভাবে খুব ভালো পারফর্ম করেছো।’ এরপর তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেষ করেন। এদিকে রংপুরের বিপক্ষে জয়ের পর নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম ইকবাল নিজেও। দলের জয় উদযাপন করে তিনি পোস্টে লেখেন, ‘মনুরা কেমন আছো?’ পাশাপাশি তিনি দলের জার্সিতে জয়ের ছবিও পোস্ট করেন।

প্রসঙ্গত ফরচুন বরিশাল ব্যাটাররা প্রথম থেকেই দাপট দেখিয়েছে। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ছয় উইকেটের জয় তাঁদের পৌঁছে দিয়েছে ফাইনালে। রংপুর তাঁদের জন্য ১৫০রানের লক্ষ্যমাত্রা স্থির করে। যা তারা অতি সহজেই অর্জন করতে সক্ষম হয়। ৯ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে দেয় তারা। তবে এই ম্যাচে বিশেষ কিছু করে উঠতে পারেননি, আগের দুটি ম্যাচে নিয়মিত অর্ধ শতরান করা তামিম ইকবাল। চতুর্থ ওভারে আবু হায়দার রনিকে বাউন্ডারি হাঁকিয়ে শুরুটা ভালো করলেও বেশিক্ষন টিকতে পারেননি বাইশ গজে। পরের বলেই মিড অফে ক্যাচ দিয়ে শেষ হয়ে যায় তার ইনিংস। রংপুর শিবির থেকে চাপ ধরে রাখতে চেষ্টা করছিলেন বোলার রনি। দারুন এক ইনসুইঙ্গার বলে মিরাজের উইকেট তুলে নেন তিনি। পরে মুশফিকুর রহিম রান তারা করতে শুরু করলে বিশেষ বেগ পেতে হয়নি বরিশালকে। আগামী ১লা মার্চ ফাইনালে তামিমদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২১ সালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়। এবার দেখার বিপিএলে শেষ হাসি কে হাসে।

Sports News