সামনেই শুরু হতে ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগ। গোটা দেশ জুড়ে বসতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞের আসর। তার আগেই খানিক চিন্তানিত মুম্বাইয়ের ক্রিকেট সমর্থকরা। তাঁদের দলের অন্যতম তারকা সূর্য কুমার যাদব দীর্ঘদিন চোট পেয়ে মাঠের বাইরে। তবে কিছুটা হলেও আশার আলো দেখছেন মুম্বাই ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, খানিক সুস্থতার পথে এই নব্য ৩৬০° ব্যাটসম্যান। হালকা প্র্যাকটিসও শুরু করেছেন দেশের জাতীয় ক্রিকেট একাডেমিতে।
সমাজমাধ্যম সূত্রে খবর, অস্ত্রোপচার হয়েছে সূর্য কুমার যাদবের। এখন তাঁর একটাই লক্ষ্য, সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরা। মুম্বাইয়ের ভক্তদেরও আশা তাকে খেলতে দেখা যাবে আসন্ন ভারতীয় টি-টোয়েন্টি লিগ ২০২৪ মরসুমে। এই বছর জানুয়ারি মাসে জার্মানিতে সফল অস্ত্রোপচার হয় সূর্য কুমার যাদবের। সেই সময় তাঁর কুঁচকিতে চোট ছিল। সেখানেই পুনরায় অস্ত্রোপচার হয়েছে তাঁর। পরবর্তীতে গোড়ালির চোটও দীর্ঘদিন ভোগাচ্ছিলো মুম্বাইয়ের মিডল অর্ডারের এই অন্যতম ভরসাকে। এখন সেখানেও অস্ত্রোপচার হয়েছে সূর্যর। এদিন সমাজমাধ্যমে সূর্য কুমার যাদব হুইলচেয়ারে বসে একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি তাঁর ভক্তকুলের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি স্পষ্ট করে লেখেন, ‘ আমার স্বাস্থ্য নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন এবং যারা প্রতিমুহূর্তে আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমি এখন সুস্থ আছি। খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরব।’
ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার যাদব। ভারতের হয়ে একদিনের বিশ্বকাপেও খেলেছেন তিনি। ক্রিকেটে সেভাবে নজর কাটতে পারেননি এই তারকা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশকে নেতৃত্বও দিয়েছেন।
শোনা যাচ্ছে এই বছর হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম একাদশে থাকতে চলেছেন তিনি। আগামী জুন মাসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এই বিশ্বকাপ আয়োজিত হবে। তাঁর ভারতের হয়ে এই ফরম্যাটে বেশ ভালো পরিসংখ্যান রয়েছে। তিনি ৫৭ ইনিংসে ২১৪১ রান করেছেন। তাঁর ম্যাচ প্রতি গড় ৪৫.৫৫। তার এই ফরম্যাটে চারটি সেঞ্চুরির পাশাপাশি সর্বমোট ১৭টি অর্ধ শতরানও রয়েছে। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরবর্তী সময়, একবারও এই ট্রফিটি ঘরে তুলতে পারেনি ভারত। এই বছর তরুণ ভারতীয় দল নিয়ে ভারত এই ট্রফি ঘরে তুলতে পারে কিনা সেটাই এবার দেখার।
তবে ভারতীয় টি-টোয়েন্টি লিগের ২০২৪ মরসুমে সূর্য কুমারের পাশাপাশি প্রত্যাবর্তন ঘটতে চলেছে ঋষভ পন্থের। পাশাপাশি হার্দিকও পরবর্তী সময়ে দলে ফিরতে পারেন বলে বোর্ড সূত্রে খবর।