জ্যাক ক্রলির দ্বিতীয় ইনিংসে এলবিডব্লিউ আউট হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তাঁর আউটের পরে দলকে যথেষ্টই বিচলিত দেখায়। রাজকোটের ম্যাচ শেষে ব্রিটিশ তারকা ডিসিশন রিভিউ সিস্টেমে আম্পায়ার কল বাতিল করার আহ্বান জানিয়েছেন। ক্রলিকে নবম ওভারে আউট করে জসপ্রীত বুমরাহ। আম্পায়ার কুমার ধর্মসেনা এলবিডব্লিউয়ের অ্যাপিল গ্রহণ করেন ও আউট দেন। আম্পায়ারের এই আবেদনের বিরুদ্ধে রিভিউ নেন ক্রলি। পরবর্তীতে রিভিউতে সন্তুষ্ট হলেও আম্পায়ারের সিদ্ধান্তের কারণে তাঁকে আউট হতে হয়। ক্ষুব্ধ ক্রলি আরও বেশি ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে চলে যান। রোহিত শর্মার রিভিউয়ের পরবর্তী সময় বিশাখাপত্তনমে কুলদীপ যাদবের বিপক্ষে লেগ বিফোরের আবেদনের বিচারে এটি দ্বিতীয়বারের মতো ডিআরএস কল ছিল। এই সিদ্ধান্তকে রীতিমতো ভুল বলে মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
ইংল্যান্ডের ৪৩৪ রানের পরাজয়ের পর প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামের সাথে ম্যাচ রেফারি জেফ ক্রয়ের বার্তালাপ করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন বেন স্টোকসও। স্টোকস বলেন ডিআরএসের ছবিটিতেই ভুল ছিল, যেখানে পূর্বাভাস করা হয়েছিল বলটি লেগ স্ট্যাম্পের উপর দিকটি মিস করছে। পরবর্তীতে হক আই এই বিষয়ে নিশ্চয়তা প্রমান করে। স্টোকস ওই বার্তালাপ প্রসঙ্গে বলেন, ‘ আমরা জ্যাক ক্রলির ডিআরএস সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা চেয়েছিলাম। রিপ্লেতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল যে বলটি স্ট্যাম্পের উপর অনুপস্থিত। তাই যখন এটিকে আম্পায়ারের কল হিসেবে গ্রহণ করা হচ্ছিল, বলটি আসলে স্টাম্পে আঘাতই করেনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আমরা কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। তাই আমরা হক আইয়ের কাছ থেকে কিছু স্পষ্টতা চেয়েছিলাম।’ তিনি আরো যোগ করে বলেন, ‘মাঠে থেকে যাই মনে হোক না কেন, এটি যে স্টাম্পে আঘাত করছিল সেই বিষয়টি স্পষ্ট নয়। যদি আম্পায়ারের সেই পূর্বাভাসটি ভুলই হয়ে থাকে, তাহলে এই সিদ্ধান্তের অর্থ কী? কিছু তো নিশ্চয়ই ভুল হয়েছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ এখানে যা ঘটছে তার জন্য আমি কাউকে দোষারোপ করছি না, যেমনটা আমি গত সপ্তাহেও করিনি। কিন্তু তবু আমার প্রশ্ন, এটি কী হচ্ছে?’
এর পাশাপাশি প্রথম ইনিংসে অলি পোপের আউটের কারণেও ইংল্যান্ড শিবির যথেষ্ট ক্ষুব্ধ হয়। মূলত মহম্মদ সিরাজের বিরুদ্ধে নট আউটের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও লেগ লেগ স্ট্যাম্পের প্রভাব চূড়ান্ত বলে মনে হওয়ার কারণে মাঠের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে দেখা হয়।
যদিও বল ট্রাকিং প্রযুক্তির স্রষ্ঠা পল হকিনসকে সিস্টেম এবং প্রক্রিয়াগুলিকে নিয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্টতই জানান, ‘ এটি ভুল হওয়ার এক শতাংশ সম্ভাবনাও নেই। প্রতিটি ডিআরএসের জন্য আমরা স্ক্রিন-গ্র্যাব করি, যা হক আই অপারেটর মধ্যে দিয়ে দেখানো হয়। এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যাতে কোনো রকম কারসাজি করার জায়গা নেই। এর মান যথেষ্ট উন্নত।’
যদিও এত বিতর্কের পরেও বেন স্টোকস আশাবাদী এবং তিনি মনে করেন এই সিরিজের ফলাফল এখনো তাঁদের পক্ষে আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে।