শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়লেন দাসুন শানাকা

স্বাভাবিকভাবেই তাঁদের পরিবর্ত হিসাবে দলে এসেছেন অলরাউন্ডার চমিকা করুনারত্নে এবং প্রথম সারির ব্যাটসম্যান শেভন ড্যানিয়েল।

author-image
Manoj Kumar
New Update
Shanaka Srilanka

Shanaka Srilanka

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ১৬ সদস্যের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। যদিও গত মাসে জিম্বাবোয়ের বিপক্ষে যে সিরিজ ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন। তিনি ছাড়া সেই দল থেকে আরও দুজন বাদ পড়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে অ্যাটাকিং মিডল অর্ডার ব্যাটসম্যান নুয়ানিন্দু ফার্নান্দোর। এছাড়াও দলের অন্যতম লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসেও জাতীয় দলের জার্সি গায়ে নামতে বঞ্চিত হচ্ছেন। স্বাভাবিকভাবেই তাঁদের পরিবর্ত হিসাবে দলে এসেছেন অলরাউন্ডার চমিকা করুনারত্নে এবং প্রথম সারির ব্যাটসম্যান শেভন ড্যানিয়েল।

যদিও বিশেষজ্ঞরা মনে করছেন ওডিআই দল থেকে শানাকার অপসারণ মোটেই কোনো বিস্ময়কর ঘটনা নয়। এই ফরমেটে দীর্ঘ খারাপ ধর্মের কারণে তার শেষ ২১ইনিংস পর্যালোচনা করে দেখা হয়েছে। ২০২৩ পর্যন্ত যে ইনিংসে মাত্র একটি অর্ধশতরান রয়েছে এবং তার ব্যাটিং গড় ১২.২৫। জিম্বাবুয়ে সিরিজের আগে তাকে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু দলের প্রথম একাদশে নিজের জায়গা ধরে রেখেছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে ৪ এবং ৭ রানে আউট হয়ে যাওয়ার পর তাকে তৃতীয় ওয়ানডে থেকে স্বাভাবিকভাবেই বাদ দেওয়া হয়।

তাঁর বদলি হিসেবে দলে এসেছেন করুনারত্নে। যিনি সর্বশেষ অক্টোবর নভেম্বর মাসে ভারতের মাটিতে শেষবার শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন।

যদিও ব্যাটিংয়ে তাঁর পাওয়ার হিটিংয়ের ক্ষমতা রয়েছে। তাঁর ওয়ান-ডেতে ৭৮.৪৩ হারে স্ট্রাইক রেট থাকার পাশাপাশি তিনি টি-টোয়েন্টিতেও ১০৬.২০ হারে স্ট্রাইক রেট তিনি ধরে রেখেছেন। তার বোলিং দক্ষতা সাদা বলের উভয় ফরম্যাটেই কার্যকর প্রমাণিত হয়েছে। যদিও ফার্নান্দোর বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচও খেলেননি। অন্যদিকে ভ্যান্ডারসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজে বোলিং করে ৪৭ রানের ২ উইকেটের পরিসংখ্যান ঝুলিতে তুলে নেন। স্কোয়াডের বাকিদের মধ্যে কুশল মেন্ডিস একটি শক্তিশালী ব্যাটিং ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটিংয়ে পথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারা উইক্রমা, চরিথ আসালাঙ্কা ও জেনিথ লিয়ানাগে বিগত ম্যাচগুলিতে ভালো ছাপ রেখে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওপেনার ড্যানিয়েল ও অলরাউন্ডার সাহান আরাচিগে। বোলিং ফ্রন্টেও নজর কেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থেকসেনা। পাশাপাশি স্পিনার হিসেবে দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি তাঁদের। প্রত্যাশিত ভঙ্গিতেই সফল হওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা। 



Sports News