সাকিব ও তামিম দ্বন্দ্ব, পুরোটাই উড়িয়ে দিলেন মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেট সরগরম সাকিব বনাম তামিম তরজায়। প্রকাশ্যে চলে এসেছে দেশের জার্সিতে দুই সতীর্থ তারকার দ্বন্দ্ব। একসময় একে অপরের খুবই ভালো বন্ধু ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুজন মুখোমুখি হলে সৃষ্টি হয়েছে বহু আলোচিত মুহূর্ত।

author-image
Manoj Kumar
New Update
Shakib Al Hasan BPL (Source: X)

Shakib Al Hasan (Source: X)

বাংলাদেশ ক্রিকেট সরগরম সাকিব বনাম তামিম তরজায়। প্রকাশ্যে চলে এসেছে দেশের জার্সিতে দুই সতীর্থ তারকার দ্বন্দ্ব। একসময় একে অপরের খুবই ভালো বন্ধু ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুজন মুখোমুখি হলে সৃষ্টি হয়েছে বহু আলোচিত মুহূর্ত।

এবারে বাংলাদেশের টি-টোয়েন্টি লিগে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম ইকবাল। অন্যদিকের রংপুর রাইডার্সের দলে নাম লিখিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দিন প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং রংপুর। এই ম্যাচে ব্যাট করতে নেমে বরিশালকে শুরুর পথটা বেশ মসৃণ করে দেন তামিম। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। এসেই প্রথম বলে তামিমের উইকেট তুলে নিতে সক্ষম হন। ২০ বল খেলে ৩৩ রান নিজেদের স্কোরবোর্ডে যুক্ত করে বিদায় নিতে হয় তামিম ইকবালকে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আসেন বরিশালের ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁকে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন সাকিবের প্রথম বলে তামিমের আউট হয়ে যাওয়া প্রসঙ্গে। বরিশালের ক্রিকেটারের এই প্রসঙ্গে সহাস্য যুক্তি, ‘এর আগে কী তামিম ইকবাল কখনো সাকিবের বলে আউট হয়নি বা সাকিবের বলে তামিম কখনো ছয় মারেনি?’ মুশফিকুর ‘ইটস নাথিং’ বলে পুরো বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছেন। তিনি আরও যোগ করে বলেন, ‘ আপনারা যদি বিষয়টিকে অন্যভাবে দেখেন তাহলে যেকোনো কিছুই হতে পারে। যদি না দেখেন তাহলে এটি শুধুমাত্র ক্রিকেটের একটি বিষয়।’ তিনি সাকিবের বোলিংয়ের প্রশংসা করে বলেন, ‘এর আগে যত বোলার বল করেছে কোনও বল ওই ভাবে গ্রিপ করেনি বা কোনোক্ষেত্রে এক্সট্রা বাউন্সও দেখা যায়নি। ও যে লেনথে বল করেছে সেটা পড়ে স্কিট করে আসার কথা, কিন্তু বল এক্ষেত্রে বেশি বাউন্স করেছে। তামিমও এক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে পুল মারবে কিনা। সে হয়তো এও ভেবেছিল যে, বলটিকে ফ্লিক করে ১রান নেবে। আসলে যেকোনো বলে আউট হওয়ার ক্ষেত্রে এই সামান্য ডিসিশন নেওয়ার সময়টুকুই লাগে। তাতেই কিছু ক্ষেত্রে দেরি হয়ে যায়।’

পরবর্তীতে রংপুর যখন ব্যাটিং করতে নামে, শাকিব আউট হওয়ার পরবর্তী সময়ে আবার বিতর্ক ছড়ায়। দেখা যায় সাকিবের উদযাপনকে নকল করে উদযাপন করছেন তামিম ইকবাল।

এই প্রসঙ্গে মুশফিকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ সত্যি কথা বলতে কী বিষয়টা আমি দেখিনি। আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কিনা। এরপরে আমার ভাবনা চিন্তা ছিল ব্যাটিংয়ে কে আসবে এবং কি প্ল্যানিং হবে সেটা নিয়ে। এখন আপনারা বলায় আমি পরবর্তীতে হাইলাইটস চেক করে দেখতে পারি।’

৬ জয়ের ফলে বর্তমানে টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে বরিশাল। যদিও তাদের প্লে-অফে খেলা এখনো নিশ্চিত নয়। 

 

Sports News