যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন বরিশাল, শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই খেলবে বাংলাদেশ: সাকিব

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লিগে সাকিব আল হাসান খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। প্লে অফের দলটি মোকাবিলা করে ফরচুন বরিশালের। পরবর্তীতে দেখা যায় ফরচুন বরিশাল এই লিগের চ্যাম্পিয়ন হয়েছে। তামিম ইকবালের দল যেভাবে খেলেছে, তাতে যথেষ্টই আশাবাদী সাকিব।

author-image
Manoj Kumar
New Update
Shakib Al Hasan (Source: X)

Shakib Al Hasan (Source: X)

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লিগে সাকিব আল হাসান খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। প্লে অফের দলটি মোকাবিলা করে ফরচুন বরিশালের। পরবর্তীতে দেখা যায় ফরচুন বরিশাল এই লিগের চ্যাম্পিয়ন হয়েছে। তামিম ইকবালের দল যেভাবে খেলেছে, তাতে যথেষ্টই আশাবাদী সাকিব। তিনি বলেন, সেরা ক্রিকেটাররাই এই দলের হয়ে খেলেছে। লিগ পর্যায়ে শীর্ষে থেকে প্লেঅফে পৌঁছেছে রংপুর। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পরাজিত হয় তারা। ভিডিও কোয়ালিফায়ার এ মুখোমুখি হয়েছিল এলিমিটার ম্যাচ জিতে আসা বরিশালের সঙ্গে। সেই ম্যাচে ৬ উইকেটে জিতে আসা দলটি ফাইনালেও কুমিল্লাকে হারায় একই ব্যবধানে। রবিবার ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বরিশালের প্রশংসা করেছেন সাকিব। তিনি একটি বিবৃতি দিয়ে জানান, ‘যোগ্য দল হিসেবেই বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। গোটা টুর্নামেন্ট জুড়েই খুবই ভালো খেলেছে তারা। যখন যা করা দরকার ছিল, তারা সেটা করতে সক্ষম হয়েছে। গুরুত্বসম্পূর্ণ সময়গুলোতে তারা ভালো খেলেছে বলেই বিজয়ী হয়েছে। তারাই এই টুর্নামেন্টে শিরোপার যোগ্য দাবিদার। তাদের গোটা দলের সবাইকে অভিনন্দন জানাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হতেই বাংলাদেশ দল প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের জন্য। সব সিরিজেই যদিও ছুটিতে থাকবেন শাকিব। তবুও সাকিবের বিশ্বাস, যথেষ্ট জমজমাট লড়াই হবে এবং খুব ভালো ক্রিকেট হবে এই সিরিজে। তিনি বলেন, ‘ তিন ফরম্যাটে সিরিজটা হবে। স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কা সবসময়ই আমাদের বিপক্ষে যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতাটাও অনেক ভালো, মাঠে ও মাঠের বাইরে দু-জায়গাতেই। আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আশা করছি সব চ্যালেঞ্জ উতরে যেতে পারবে বাংলাদেশের ক্রিকেট দল। আমি বিশ্বাস রাখি বাংলাদেশ তিন ফরম্যাটেই খুব ভালো ক্রিকেট খেলবে।’

অন্যদিকে এই টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কাকেই ফেভারিট মনে করছেন সিলভার উড। সিলেটে ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে শ্রীলঙ্কার কোচ বলেন, ‘ আমি তো বলব শ্রীলঙ্কাই ফেভারিট। তবে যা বললাম দুই দলই এই মুহূর্তে খুবই ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে। আমরা মাঠে নেমে সেরা ক্রিকেট খেলতে চাই।’ এর পাশাপাশি তিনি আরও যোগ করে বলেন, ‘ আমরা আমাদের শক্তির দিকে নজর রাখছি ও নিজেদের পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছি। টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি, সেই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চাই। একটি দল হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। বিশ্বকাপের আগে আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট প্রতিষ্ঠা করতে চাই।’ যথেষ্ট আত্মবিশ্বাস ঝরে পড়ছিল শ্রীলঙ্কার কোচের গলায়। আজ সন্ধ্যায় সিলেটের মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল।

Sports News