আইপিএল শুরু হতে এখনো ঢের বাকি। তবুও আলোচনায় সরগরম মুম্বাই ইন্ডিয়ান্স ও রোহিত শর্মা পর্ব। ভারত অধিনায়কের স্ত্রী রিতিকা এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন। যা নিয়ে নতুনভাবে চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। গত দুবছর ধরে গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়াকে মিনি নিলাম এর আগেই নিজের ডেরায় তুলে ঘর গুছিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস কতৃপক্ষ। প্রসঙ্গত সোমবার এক পডকাস্টে মুম্বাই ইন্ডিয়ান্স এর নতুন কোচ মার্ক বাউচার একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, দল একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয়া সম্পূর্ণই ক্রিকেটীয় সিদ্ধান্ত। কিন্তু সেই ব্যাখ্যা যে আদেও ভালোভাবে নেয়নি শর্মা পরিবার, তা স্পষ্ট হয়েছে ভারত অধিনায়কের স্ত্রী রিতিকার বিবৃতিতে। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ‘গোটা ভিডিওটিতে কত কিছুই অসত্য রয়েছে।’
এই বক্তব্যের পরে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার এহেন সিদ্ধান্ত তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অনেকে মনে করছেন বাউচার যা সাক্ষাৎকারে বলেছেন তার সবটা হয়ত সত্য নয়। রোহিত কে নেতৃত্ব থেকে সরানোর নেপথ্যে হয়তো আরো কিছু বিষয়ে রয়েছে। মার্ক বাউচার পডকাস্টে মন্তব্য করেন, ‘ ভারতের অনেক ক্রিকেটপ্রেমী হয়তো এই সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি। তারা আবেগতাড়িত হয়ে যান। তবুও ম্যানেজমেন্টের মনে হয় এর ফলে রোহিত নিজের সেরাটা দিতে পারবে। আমরা চাই ও খেলাটা উপভোগ করুক।’
বাউচার রোহিত সম্পর্কে বলেন, ‘ রোহিত খুব ভালো মানুষ। ও অনেকদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ও অনেক সাফল্যও পেয়েছে। বর্তমানে ভারতীয় দল কেউ নেতৃত্ব দিচ্ছে। এই দুই দায়িত্ব সামলাতে সবসময়ই ব্যস্ত থাকতে হয় ওকে। যার ফলে ব্যাট হাতে এখন সেভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু ও যে অধিনায়ক হিসেবে দুর্দান্তভাবে সফল, তা নিয়ে কোনও সংশয় নেই।’
তিনি আরও যোগ করেন, ‘রোহিত মুম্বাই দলের গুরুত্বপূর্ণ সদস্য। হার্দিককে খেলোয়াড় হিসেবে ফেরানোর সুযোগ ছিল আমাদের সামনে। আমরা সেটুকুই কাজে লাগিয়েছি। রোহিতকে এখনো আগের মতই খেলোয়াড় হিসেবে আমরা গুরুত্ব দিয়েছি। ওর এখনো দলকে অনেক কিছু দেওয়ার আছে। আশা করবো নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ার ফলে, এবারের আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিত শর্মাকে আমরা দেখতে পাবো।’
যদিও হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে কবে ফিরবেন সেই বিষয়ে কোনো কিছু এখনো পরিষ্কার করেনি মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।
মুম্বাইয়ের অধিনায়কত্ব অপসারণ নিয়ে মুখ খুললেন রোহিতের স্ত্রী, রিতিকা
ভারত অধিনায়কের স্ত্রী রিতিকা সমাজমাধ্যমে লেখেন, ‘গোটা ভিডিওটিতে কত কিছুই অসত্য রয়েছে।’
আইপিএল শুরু হতে এখনো ঢের বাকি। তবুও আলোচনায় সরগরম মুম্বাই ইন্ডিয়ান্স ও রোহিত শর্মা পর্ব। ভারত অধিনায়কের স্ত্রী রিতিকা এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন। যা নিয়ে নতুনভাবে চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। গত দুবছর ধরে গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করা হার্দিক পান্ডিয়াকে মিনি নিলাম এর আগেই নিজের ডেরায় তুলে ঘর গুছিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস কতৃপক্ষ। প্রসঙ্গত সোমবার এক পডকাস্টে মুম্বাই ইন্ডিয়ান্স এর নতুন কোচ মার্ক বাউচার একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানান, দল একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয়া সম্পূর্ণই ক্রিকেটীয় সিদ্ধান্ত। কিন্তু সেই ব্যাখ্যা যে আদেও ভালোভাবে নেয়নি শর্মা পরিবার, তা স্পষ্ট হয়েছে ভারত অধিনায়কের স্ত্রী রিতিকার বিবৃতিতে। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ‘গোটা ভিডিওটিতে কত কিছুই অসত্য রয়েছে।’
এই বক্তব্যের পরে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার এহেন সিদ্ধান্ত তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অনেকে মনে করছেন বাউচার যা সাক্ষাৎকারে বলেছেন তার সবটা হয়ত সত্য নয়। রোহিত কে নেতৃত্ব থেকে সরানোর নেপথ্যে হয়তো আরো কিছু বিষয়ে রয়েছে। মার্ক বাউচার পডকাস্টে মন্তব্য করেন, ‘ ভারতের অনেক ক্রিকেটপ্রেমী হয়তো এই সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি। তারা আবেগতাড়িত হয়ে যান। তবুও ম্যানেজমেন্টের মনে হয় এর ফলে রোহিত নিজের সেরাটা দিতে পারবে। আমরা চাই ও খেলাটা উপভোগ করুক।’
বাউচার রোহিত সম্পর্কে বলেন, ‘ রোহিত খুব ভালো মানুষ। ও অনেকদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ও অনেক সাফল্যও পেয়েছে। বর্তমানে ভারতীয় দল কেউ নেতৃত্ব দিচ্ছে। এই দুই দায়িত্ব সামলাতে সবসময়ই ব্যস্ত থাকতে হয় ওকে। যার ফলে ব্যাট হাতে এখন সেভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু ও যে অধিনায়ক হিসেবে দুর্দান্তভাবে সফল, তা নিয়ে কোনও সংশয় নেই।’
তিনি আরও যোগ করেন, ‘রোহিত মুম্বাই দলের গুরুত্বপূর্ণ সদস্য। হার্দিককে খেলোয়াড় হিসেবে ফেরানোর সুযোগ ছিল আমাদের সামনে। আমরা সেটুকুই কাজে লাগিয়েছি। রোহিতকে এখনো আগের মতই খেলোয়াড় হিসেবে আমরা গুরুত্ব দিয়েছি। ওর এখনো দলকে অনেক কিছু দেওয়ার আছে। আশা করবো নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ার ফলে, এবারের আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিত শর্মাকে আমরা দেখতে পাবো।’
যদিও হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে কবে ফিরবেন সেই বিষয়ে কোনো কিছু এখনো পরিষ্কার করেনি মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।