টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মাই, ঘোষণা জয় শাহের

‘আমরা বিশ্বকাপ ফাইনাল হেরে গেছি এ কথাটি ঠিক। কিন্তু টানা ১০টি ম্যাচ আমরা অপরাজিত থেকেছি। আমরা ভালো খেলে সকলের মন জয়ও করেছি। রোহিত শর্মার নেতৃত্বের দারুন প্রশংসা হয়েছে। বার্বেডোজে আমরা রোহিতের অধিনায়ক অর্থেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে জয়ধ্বজা ওড়াবো।’

author-image
Manoj Kumar
New Update
Rohit Sharma

Rohit Sharma

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। রাজকোটে তৃতীয় টেস্ট শুরুর আগের রাতে এমনই ঘোষণা করলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। বুধবার সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সর্বময় কর্তা নিরঞ্জন শাহের নামে স্টেডিয়াম উন্মোচন হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহ। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল হেরে গেছি এ কথাটি ঠিক। কিন্তু টানা ১০টি ম্যাচ আমরা অপরাজিত থেকেছি। আমরা ভালো খেলে সকলের মন জয়ও করেছি। রোহিত শর্মার নেতৃত্বের দারুন প্রশংসা হয়েছে। বার্বেডোজে আমরা রোহিতের অধিনায়ক অর্থেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে জয়ধ্বজা ওড়াবো।’

মাঝে বেশ কিছুদিন চর্চায় ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম ফরম্যাটে আর দেখা যাবে কিনা। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে দুজনেই ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটান। যেখানে রোহিতের একটি দুর্ধর্ষ শত রানের ইনিংসও পরিলক্ষিত হয়। পরের সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিষয়টির উল্লেখ করেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতকে শাসকের ভঙ্গিতে বিধ্বংসী ব্যাটিং করতে দেখা যায়। আমরা দেখেছি ও কিভাবে সেঞ্চুরি সম্পূর্ণ করেছে।’ তারপরেই প্রশ্নকর্তাদের দিকে তাকিয়ে তাঁর পাল্টা জিজ্ঞাসা, ‘ এরপরে আপনারাই মতামত দিন, আপনারা কী চান না রোহিত শর্মা দলের অধিনায়ক থাকুক?’

কিন্তু স্বাভাবিকভাবেই এর পরে প্রশ্ন উঠে আসে যে দলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কী? বিশেষত ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কান পাকলে শোনা যাচ্ছে হার্দিককে নিয়ে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট নন জাতীয় স্তরের নির্বাচকেরা।

জয় শাহর এ প্রসঙ্গে বিবৃতি, ‘হার্দিক বিশ্বকাপের মাঝখানে চোট পেয়েছিল। তার পরবর্তীতে ও আর খেলেনি। টি-টোয়েন্টিতে নিশ্চয়ই ওকে নিশ্চয়ই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে। তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বকাপের পর নির্বাচকরা নেবেন।’

রাহুল দ্রাবিড়ই যে ভারতীয় ক্রিকেটের দ্রোণাচার্য হিসেবে আমেরিকায় ও ওয়েস্ট ইন্ডিজে যুগ্মভাবে অনুষ্ঠিত হওয়া কুড়ি ওভারের বিশ্বকাপে যাচ্ছেন তাও পরিষ্কার করে দেন জয় শাহ। বিরাট কোহলির অনুপস্থিতি প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয় তাঁকে। সচিব এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেন, ‘ একটি ছেলে টানা ১৫বছর ধরে দেশের হয়ে খেলে চলেছে। অবিরাম সে নিজেকে দেশের জন্য নিংড়ে দিয়েছে। তারপরে ব্যক্তিগত কারণে বা পারিবারিক কারণে একটি সিরিজ থেকে ছুটি চেয়েছে সে। হতেই তো পারে। এই ছুটি পাওয়া ওর অধিকার।’ তবে তাঁর এহেন ছুটির কারণ খোলসা করেননি জয় শাহ।

 

Sports News