এই বছরই আয়োজিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক চললে সেখানেও রোহিত শর্মার নেতৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল। সেই সিদ্ধান্তকেই ফের একবার সমর্থন জানাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক থেকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে রোহিত শর্মাকে অধিনায়ক পদে রাখার সিদ্ধান্তটা একেবারেই সঠিক বলে মনে করছেন তিনি। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও রোহিত শর্মার নেতৃত্বেই ফাইনালের মঞ্চে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ভারতীয় দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
ওডিআই বিশ্বকাপের পর থেকেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। বিশ্বকাপের পর কয়েকটি টি টোয়েন্টি সিরিজেও খেলেননি এই দুই তারকা ক্রিকেটার। যদিও নতুন বছরেই ভারতের টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হয়েছিল রোহিত শর্মার। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর নেতৃত্বেই নেমেছিল ভারতীয় দল। এরপরই রোহিত শর্মাকে টি টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়ক রাখার কথা শোনা গিয়েছিল।
রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছে ভারত
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। প্রথম দুই টেস্টে বড় রান না পেলেও রাজকোটেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেই পারফরম্যান্স যে রোহিত শর্মা সহ গোটা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। এরপরই রয়েছে আইপিএল। সেখানেও রোহিত শর্মার পারফরম্যান্সের দিকেই নজর থাকবে সকলের। এখনও পর্যন্ত টি টোয়েন্টির মঞ্চে ভারতীয় দলের হয়ে অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁকেই দেখার অপেক্ষায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এক সংবাদ সংস্থায় জানিয়েছেন, "আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত শর্মা একেবারেই সঠিক চয়েজ। যেভাবে এবারের ওডিআই বিশ্বকাপে দলকে নেতৃ্ত্ব দিয়েছেন তিনি এবং চটানা ১০ ম্যাচ ভারতীয় দল জিতেছে, সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে আমার মস্তিষ্কে। আমার মতে রোহিত শর্মাই সেরা বাছাই"।
ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে ২-১ এ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবারের ওডিআই বিশ্বকাপেও রোহিত শর্মা দুরন্ত নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন। আগামা জুন মাসের শেষের দিকে শুরু হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে রোহিত শর্মার হাত ধরে ভারত দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিততে পারে কিনা সেটাই দেখার।