নতুন স্পনসর হিসাবে বাংলাদেশ ক্রিকেটে দ্বিতীয়বার যাত্রা শুরু করলো রবি

আনুষ্ঠানিক ঘোষণাটা হওয়া বাকি ছিল। বাদবাকি আগে থেকে পদ্মার হাওয়ায় খবর ভাসছিল। সব জল্পনা সত্যি করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হয়ে এলো বাংলাদেশের অন্যতম মুঠোফোন সেবা প্রদানকারী সংস্থার রবি আজিয়াটা লিমিটেড। তাদের সাথে সাড়ে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

author-image
Manoj Kumar
New Update
BCB Robi sponsor

BCB Robi sponsor

আনুষ্ঠানিক ঘোষণাটা হওয়া বাকি ছিল। বাদবাকি আগে থেকে পদ্মার হাওয়ায় খবর ভাসছিল। সব জল্পনা সত্যি করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হয়ে এলো বাংলাদেশের অন্যতম মুঠোফোন সেবা প্রদানকারী সংস্থার রবি আজিয়াটা লিমিটেড। তাদের সাথে সাড়ে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই বছরের চলতি মাস থেকে শুরু করে এই চুক্তির মেয়াদ চলবে ২০২৭ সালের জুলাই পর্যন্ত। শুক্রবার মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও রবির মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন। পাশাপাশি উপস্থিত ছিলেন রবির পরিচালন অধিকর্তা ও সিইও রাজীব শেঠি। এছাড়াও এই অনুষ্ঠানকে ঘিরে বসেছিল চাঁদের হাট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও ছাড়াও উপস্থিত ছিলেন রবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

চুক্তি স্বাক্ষরের কার্যক্রম শেষে নিজাম উদ্দিন চৌধুরী সুজন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন স্পনসর হিসেবে রবির নামটি ঘোষণা করেন। এটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে নিজেদের পথ চলার দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছে রবি। শুক্রবার মিরপুরে বিসিবি দফতরে দুই পক্ষের মধ্যে চুক্তি হয় এবং চুক্তি অনুযায়ী রবি বিসিবিকে ৫০ কোটি টাকা দেবে। এর আগে প্রথম দফায় ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম স্পন্সর ছিল এই সংস্থাটি। সেই সময় পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে টানা তিনটি ওয়ানডে সিরিজে জয়লাভ করে বাংলাদেশ। এছাড়াও তাদের ঝুলিতে রয়েছে ২০১৬ সালে এশিয়া কাপে রানার্স হওয়া ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার মত গুরুত্বপূর্ণ অর্জনও। অন্যদিকে রবি এর আগে জাতীয় দলের টাইটেল স্পন্সর ছিল। তখন ২০১৫ সালে উভয় পক্ষের মধ্যে ৪১.৪১ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়। রবিকে দ্বিতীয়বার স্পন্সর হিসেবে পেয়ে উচ্ছসিত প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, ‘ জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্টই আনন্দিত। এই পার্টনারশীপের মাধ্যমে সামনের দিকে বাংলাদেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবে বলেই আমাদের প্রত্যাশা।’

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলের স্পনসর হিসেবে দ্বিতীয় দফার যাত্রা শুরু হবে রবির। 

 

Sports News