ভিসাজনিত কারণে বিমানবন্দরে সমস্যায় রেহান আহমেদ

ইংল্যান্ডের ভিসা জনিত সমস্যার কারণে রেহান আহমেদের দেরি হলো রাজকোট বিমানবন্দরে। রেহান আহমেদকে রাজকোটের হিরাশার বিমানবন্দরে আটকে দেওয়ার মূল কারণ যতদূর জানা যাচ্ছে তাঁর একক ভিসা ছিল।

author-image
Manoj Kumar
New Update
Rehan_Ahmed

Rehan Ahmed

ইংল্যান্ডের ভিসা জনিত সমস্যার কারণে রেহান আহমেদের দেরি হলো রাজকোট বিমানবন্দরে। রেহান আহমেদকে রাজকোটের হিরাশার বিমানবন্দরে আটকে দেওয়ার মূল কারণ যতদূর জানা যাচ্ছে তাঁর একক ভিসা ছিল। ভারত ইংল্যান্ডের মধ্যে সিরিজ বিরতির পর খেলোয়াড়দের অনেকেই আবুধাবি বেড়াতে গেছিলেন। সেক্ষেত্রেই ভারতে পুনঃপ্রবেশ করতে রেহানকে সমস্যার মুখে পড়তে হয়। তাঁর কাছে শুধুমাত্র একক প্রবেশের ভিসা থাকার কারণে তাঁকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়। যদিও এহেন বিলম্বের পরে, স্থানীয় কর্তৃপক্ষ এই ব্রিটিশ লেগ স্পিনার এর জন্য একটি স্বল্পমেয়াদী সমাধান করতে সচেষ্ট হয়। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টও আশাবাদী যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান করে ফেলা সম্ভব। সোমবার সন্ধ্যায় রাজকোটের টিম হোটেলে ভ্রমণকারী স্কোয়ার্ডের সমস্ত সদস্য এবং সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগেও ভারতের মাটিতে এই সমস্যার মুখোমুখি হয়েছে দল। সোয়েব বসিরের ভারতে আসার কয়েক সপ্তাহ দেরিতে ভিসা ইস্যু হওয়ার কারণে, তিনি হায়দ্রাবাদে প্রথম টেস্ট খেলতে পারেননি। পাকিস্তানি বংশোদ্ভূত বশির শেষ পর্যন্ত ২৮শে জানুয়ারি আসেন। প্রথম টেস্টের চতুর্থ দিন প্রাথমিকভাবে আবুধাবিতেই থেকে যান। পরবর্তীতে ইংল্যান্ড শিবির তাঁদের টেস্ট পরবর্তী ভ্রমণ প্রশিক্ষণ ক্যাম্পে সেখানে যোগ দেয়। ভারতের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় তার। বশিরের মতো রেহানও ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও আদতে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। ইংল্যান্ডের পঞ্চাশ ওভারের বিশ্বকাপ স্কোয়াডের জন্য স্টান্ডবাই হিসেবে অক্টোবরে তিনি দলের সাথেই ভারতে এসেছিলেন। প্রাথমিকভাবে সেক্ষেত্রে ভিসা নিয়ে দেশে প্রবেশের ক্ষেত্রে কোনরকম সমস্যা হয়নি তাঁর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ ইংল্যান্ড দলকে আবার ভিসা প্রক্রিয়া করার পরামর্শ দেওয়া হয়েছে যা আগামী দু-একদিনের মধ্যেই ঘটবে। রেহানকে দলের বাকিদের সাথে দেশে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে এবং তিনি মঙ্গলবার অনুশীলনও উপস্থিত থাকবেন।’

অলি রবিনসনও সোমবার উল্লেখ করেন, তাঁরও প্রাথমিকভাবে ভিসা পেতে সমস্যা হয়েছিল এবং তিনি সকালে তার ভিসা পেয়েছিলেন। সেই ভিসা নিয়েই তিনি আবুধাবি থেকে হায়দ্রাবাদে উড়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি টিম ম্যানেজার ওয়েন বেন্টলির থেকে জানতে পারেন, কাগজপত্রের ত্রুটির কারণে এই বিলম্ব হয়েছে। রেহান ইতিমধ্যে ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচেই অংশ নিয়েছেন। তাঁর ঝুলিতে সব মিলিয়ে ৭০ রানের বিনিময়ে ৮টি উইকেটও রয়েছে। ভিসা সমস্যা কাটিয়ে এই সিরিজে রেহান আহমেদ কেমন পারফর্ম করেন, সেটাই এবার দেখার। 

 

Sports News