টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে যেতে চায় রংপুর

এই নিয়ে টানা সাতটি ম্যাচে জয়লাভ করল রংপুর রাইডার্স। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন দলটার অন্যতম শক্তির জায়গা সাকিব আল হাসান। শেষ দুই ম্যাচে ব্যাট হাতেও দারুন ছন্দে রয়েছে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

author-image
Manoj Kumar
New Update
Shakib Al Hasan BPL (Source: X)

Shakib Al Hasan (Source: X)

ব্যাট হাতে নিয়মিত ইনিংসে ঝড় তুলছেন সাকিব আল হাসান। বল হাতে ডোয়াইন প্রিটোরিয়াস দাপট দেখালেও আটকে রাখা যায়নি রংপুর রাইডার্সের টানা সপ্তম জয়ের থেকে। ঘরের মাঠেও প্রত্যক্ষ করা গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। রংপুর রাইডার্সের বিপক্ষে এই ম্যাচের মধ্যে দিয়ে দলটি টানা তিন ম্যাচে পরাজিত হলো। ফলে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকতে হচ্ছে চট্টগ্রামকে। সম্পূর্ণ বিপরীত চিত্র রংপুর রাইডার্সের। এই নিয়ে টানা সাতটি ম্যাচে জয়লাভ করল তারা। ১৬ পয়েন্ট নিজেদের ঝুলিতে নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর। চট্টগ্রামকে শেষ ম্যাচে তারা পরাজিত করেছে ১৮ রানে। কার্যত দুই ম্যাচ হাতে রেখে এরই মধ্যে প্লেয়ার অফ খেলা নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা অন্য দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দুই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে রংপুর। দুটি ম্যাচের কোনোটিই তারা হালকা ভাবে নিতে চাইছেন না। শেষ দুটি ম্যাচ যে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করে দিয়েছেন রংপুর কোচ সোহেল ইসলাম। শীর্ষে থেকেই কোয়ালিফায়ারে খেলাকে পাখির চোখ করেছে তারা।

তিনি ম্যাচ শেষে একটি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘ আমাদের দুটি ম্যাচ বাকি আছে, যথাক্রমে কুমিল্লা এবং বরিশালের সাথে। ওই দুটি ম্যাচেই নির্ভর করবে টেবিলের শীর্ষ স্থানে কে থাকবে। দ্বিতীয় কে হবে। আমরা যেহেতু এখনো অবধি প্রতিযোগিতায় রয়েছি, স্বাভাবিকভাবেই শীর্ষ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করতে চাই। দুইয়ে শেষ করলেও বিশেষ আক্ষেপ থাকবে না আমাদের।’

তিনি নিজেদের ক্রিকেটিয় পারফরমেন্স প্রসঙ্গ উল্লেখ করে আরও বলেন, ‘আমরা জয়সূচক মনোভাব নিয়েই মানসিকভাবে তৈরি হচ্ছি দুটি ম্যাচের জন্য। আমাদের পারফর্মেন্সের যে ধারাবাহিকতা রয়েছে, তা আগামী দুটি ম্যাচেই আমরা ধরে রাখতে চাই।’

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন দলটার অন্যতম শক্তির জায়গা সাকিব আল হাসান। শেষ দুই ম্যাচে ব্যাট হাতেও দারুন ছন্দে রয়েছে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। প্রথমদিকে সমস্যায় ভুগলেও সঠিক সময়ে শাকিবের ফর্মে ফেরার যথেষ্ট স্বস্তি দিয়েছে রংপুর রাইডার্সকে। সাকিবকে নিয়ে রংপুরের কোচ সোহেল ইসলাম বলেছেন, ‘ সাকিব যখন দলের হয়ে রান করবে, দলে তার প্রভাব স্বাভাবিকভাবেই খুব বেশি থাকবে। সাকিবকে দেখে সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়। ও জানে ওর কখন কি অনুশীলনের প্রয়োজন রয়েছে। ও সব সময় সেগুলো নিয়েই নিজেকে সময় দেয় ও অনুশীলন করে।’

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই রংপুর টেবিলে কোথায় শেষ করে সেটাই এবার দেখার।

 

Sports News