পিএসএল ২০২৪ঃ ৫ জন ক্রিকেটার যারা হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার

আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে এবারের পাকিস্তান সুপার লিগ। সেখানেই নামার আগে দেখে নেওয়া যাক পাঁচ ক্রিকেটার যারা ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারেন।

author-image
Manoj Kumar
New Update
PSL

PSL. ( Image Source: X )

আর মাত্র কয়েক দিনেক অপেক্ষা, এরপরই শুরু হতে চলেছে নতুন মরসুমের পাকিস্তান সুপার লিগ।  এই প্রতিযেগিতায় নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। পাকিস্তান ক্রিকেট টো বটেই, গোটা বিশ্ব ক্রিকেটের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ লিগ হল পাকস্তান সুপার লিগ। আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। সেখানেই শেষপর্যন্ত কোন দলের মুখে ফুটবেল জয়ের হাসি তা তো সময়ই বলবে। এই মুহূর্তে প্রতিযোগিতায় নামার আগের শেষ প্রস্তুতি চলছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। তার আগেই দেখে নেওয়া যাক প্রতিযোগিতয় নজর কাড়তে পারে এমন পাঁচজন ক্রিকেটারকে।

৫. আজম খান

ক্রিকেটের বাইশগজে অন্যতম আক্রমণাত্মক ক্রিকেটার হলেন আজম খান। বরাবরই তাঁকে বিধ্বংসী পারফরম্যান্স করতে দেখা গিয়েছে মাঠে। তাঁর ভয়হীন ক্রিকেট খেলার দক্ষতা এবং যেকোনও বোলিং লাইনআপের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্সই এই তারকা ব্যাটারকে অনেকটা এগিয়ে রাখে। যেকোনও বোলিং লাইনআপকেই বিধ্বস্ত করতে পারেন তিনি। এবারের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে নামবেন তিনি। সম্প্রতি অবশ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভাল পারফরম্যান্স করতে পারেননি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বমুখী।

৪. আফতাব ইব্রাহিম

আফতাব ইব্রাহিম এমন একজন উঠতি অল রাউন্ডার যিনি মিলতান সুলতানের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আসন্ন পিএসএলেও তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং এবং বোলিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই সকলের নজর কেড়েছিলেন এই ব্যাটার। বাঁ হতে স্পিন বোলিং করেন তিনি। সেইসঙ্গে লোয়ার অর্ডারেও ভাল ব্যাটিং পারফরম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে। 

৩. সালমান আলি আঘা

আসন্ন পিএলের মঞ্চে সালমান আলি আঘা যে অন্যতম তুরুপের তাস হতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটার হিসাবে পরিচয় রয়েছে এই ক্রিকেটারের। আফতাব ইব্রাহিমের সঙ্গে তাঁর নাম নিয়েও এই মুহূর্তে নানান আসোচনা চলছে। আফতাবের সঙ্গে তিনিও পাকিস্তানের একজন উঠতি অল রাউন্ডার। ইসলামাবাদ ইউনাইটেড শিবির যে তাঁর স্পিনের সাহায্যে আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।সংযুক্ত আরব আমিরশাহীর পিচে তাঁর স্পিন যে অনেক বেশী শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। তাতেই পাকিস্তানের ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন তিনি।

২. মহম্মদ রিজওয়ান

শেষবারের পাকিস্তান সুপার লিগের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মহম্মদ রিজওয়ান। মুলতান সুলতানের হয়ে শেষবারের পিএসএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটের মঞ্চে টি টোয়েন্টি ফর্ম্যাটে অন্যতম বিধ্বংসী ব্যাটারদের তালিকায় রয়েছেন মহম্মদ রিজওয়ান।  ২০২৪ সালেও মুলতান সুলতানের হয়ে সেই পারফরম্যান্সই যে তিনি ধরে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না। ক্রিজে ধৈর্য ধরে ব্যাটিং করার ক্ষেত্রে তাঁর যেমন সাফল্য রয়েছে। তেমনই সময় এগনোর সঙ্গে সঙ্গে এই তারকা ক্রিকেটারের ভয়ঙ্কর রূপও দেখেছে গোটা বিশ্ব।  টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মহম্মদ রিজওয়ানের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান ক্রিকেট মহল।

১. বাবর আজম

পেশওয়ার জালমির শিবিরে রয়েছেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট তথা পিএসএলের মঞ্চে এই তারকা ক্রিকেটার সবসময়ই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। সেখানেই টপ অর্ডার ব্যাটার হিসাবে বেশীরভাগ ম্যাচেই সাফল্য পেয়েছেন বাবর আজম। যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই তিনি যে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। বারবারই পেশওয়ার জালমির জয়ের পিছনে অন্যতম প্রধান কারণ হিসাবে দেখা গিয়েছে বাবর আজমকে। এই প্রতিযোগিতার অন্যতম সফল ব্যাটার হিসাবে রয়েছে বাবর আজমের নাম। এবারও পেশওয়ার জালমির অধিনায়কের দায়িত্ব রয়েছে এই তারকা ক্রিকেটারের ওপর। শেষপর্যন্ত তিনি নিজের পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

 

Sports News