শাস্তির খাঁড়া নেমে এলো পাকিস্তানের অন্যতম ফাস্ট বোলার হ্যারিস রউফের উপর

অস্ট্রেলিয়া সফরে যোগদান না করায় হ্যারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ফাস্ট বোলার যাতে আগামী ৩০শে জুন পর্যন্ত কোন বিদেশি লিগে অংশ না নিতে পারে, তার জন্য এনওসি আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

author-image
Manoj Kumar
New Update
Haris Rauf (Source: X)

Haris Rauf (Source: X)

অস্ট্রেলিয়া সফরে যোগদান না করায় হ্যারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ফাস্ট বোলার যাতে আগামী ৩০শে জুন পর্যন্ত কোন বিদেশি লিগে অংশ না নিতে পারে, তার জন্য এনওসি আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

কঠোর শাস্তির খাঁড়া নেমে এলো পাকিস্তানের অন্যতম ফাস্ট বোলার হ্যারিস রউফের উপর। গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল পাকিস্তান দল। সেই সময় স্বাভাবিকভাবেই প্রথম দলের নাম রাখা হয়েছিল তারকা পেসার হ্যারিসের। কিন্তু চোটের কারণ দেখিয়ে এই সিরিজ থেকে নিজের নাম তুলে নেন এই তারকা। পরবর্তীতে বিদেশে তাঁকে টি-টোয়েন্টি লিগে অংশ নিতে দেখা যায়।

গতকাল তাঁর কেন্দ্রীয় চুক্তি বাতিল করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, তিন ম্যাচের সিরিজে অংশ না নেওয়ায় রউফের সিদ্ধান্তের উপর রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল বোর্ড। পরবর্তীতে সকল স্টেক হোল্ডারের মতামত নিয়ে এই শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০শে জুন ২০২৪ পর্যন্ত কোন বিদেশি লীগে অংশ নেওয়ার ব্যাপারে এনওসি দেওয়া হবে না তাকে। যদিও সাময়িকভাবে এই শাস্তির পরবর্তী সময়ে তাঁকে আবার জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটাতে দেখতে পারে বিশ্ব ক্রিকেট।

এই কঠোর শুনানির কেন্দ্রবিন্দুতে রয়েছে মূলত পাক দলের অস্ট্রেলিয়া সফর। সেই তিনটি টেস্টে অংশগ্রহণ না করায় প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল পেস তারকাকে। তিনি এও বলেন যে, সিনিয়র ক্রিকেটারদের এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে।

কিন্তু রউফ পরবর্তীতে জানায়, তিনি কোনো সময়ই বোর্ডের কাছে তাঁর প্রাপ্যতা নিশ্চিত করেনি। তিনি শরীরের যত্ন নেওয়ার বিষয়টিও উল্লেখ করেছিলেন। এর পাশাপাশি রউফ বলেন যে তিনি এইমুহূর্তে সাদা বলের ক্রিকেটকে অগ্রাধিকার দিতে চান। যাই হোক, তার পরবর্তী কর্মসূচি তাঁর এই যুক্তিকে লঙ্ঘন করেছে। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ৩০শে জানুয়ারি ২০২৪ অবধি তাঁর নিজের বক্তব্য রাখার সুযোগ দেয়। পরবর্তীতে তাঁর প্রতিক্রিয়া বোর্ডের কাছে অসন্তোষজনক মনে হয়েছে। পিসিবি বলে, ‘পাকিস্তানের জার্সিতে খেলা যে কোন খেলোয়াড়ের জন্য চূড়ান্ত সম্মানের। কোন মেডিকেল রিপোর্ট ছাড়া টেস্ট দলের অংশ হতে অস্বীকার করা কেন্দ্রীয় চুক্তির একটি বস্তুগত লঙ্ঘন বলে আমরা মনে করি।’

রউফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার কোন উপায় আছে কিনা তা যদিও এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে স্পষ্ট করা হয়নি।

Sports News