আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেমেছে শ্রীলঙ্কা। সেখানেই পাথুম নিসাঙ্কার মুকুটে উঠল নতুন পালক। একইসঙ্গে ভেঙে দিলেন ক্রিস গেইল, বীরেন্দ্র সেওয়াগদের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ডও। শ্রীলঙ্কার ক্রিকেটের এক নতুন ইতিহাস তৈরি করলেন এই তারকা ক্রিকেটার। ওডিআই ক্রিকেটের মঞ্চে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের ইনিংস খেললেন পাথুম নিসাঙ্কা। সেইসঙ্গেই ভেঙে দিলেন তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের রেকর্ডও। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ১৩৯ বলে ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন পাথুম নিসাঙ্কা।
নিসাঙ্কার আগে ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সনথ জয়সূর্য। ভারতের বিরুদ্ধে জয়সূর্যের ১৮৯ রানের ইনিংসটিই এতদিন শ্রীলঙ্কা ক্রিকেটেক ইতিহাসে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন পাথুম নিসাঙ্কা। একইসহ্গে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ওডিআই ফর্ম্যাটে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের নজিরও গড়লেন তিনি। এদিন মাত্র ১৩৬ বলেই কেরিয়ারের প্রথম দ্বিশতরান করেছেন পাথুম নিসাঙ্কা। তাঁর এই পারফরম্যান্সে ভর করেই আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়েছে শ্রীলঙ্কা বাহিনী।
তৃতীয় দ্রুততম দ্বিশতরান করেছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। সেই সুযোগই কাজে লাগাতে এতটুকু ভুল করেননি এই তারকা ক্রিকেটার। তঁর ব্যাট থেকে এদিন ছিল একের পর এক বড় শটের ঝলক। ওপেনিংয়ে আভিস্কা ফার্নান্ডোর সঙ্গে ১৮২ রানের পার্টনারশিপ করে শ্রীলঙ্কার বড় রানের রাস্তাটা তিনিই প্রশস্ত করে দিয়েছিলেন। আফগান বোলাররা চেষ্টা করলেও এদিন পাথুম নিসাঙ্কাকে সাজঘরের রাস্তায় ফেরাতে পারেননি। বরং সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। পাথুম নিসাঙ্কার এই পারফরম্যান্স নিয়েই এখন হৈচৈ বিশ্ব ক্রিকেট মহলে।
🇱🇰 History made! 🇱🇰
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 9, 2024
Pathum Nissanka rewrites the record books with a phenomenal 210*, the highest ODI score ever by a Sri Lankan batsman! This innings surpasses the legendary Sanath Jayasuriya's 24-year-old record of 189, set in 2000.#SLvAFG pic.twitter.com/dJMghNxXTY
তাঁর আগে ক্রিস গেইল দ্বিশতরান করেছিলেন ১৩৮ বলে এবং বীরেন্দ্র সেওয়াগ করেছিলেন ১৪০ বলে। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ১৩৬ বলে দ্বিশতরান করে এই দুই তারকা ক্রিকেটারদেরও পিছনে ফেলে দিয়েছেন পাথুম নিসাঙ্কা। আফগানিস্তানের বিরুদ্ধে পাথুম নিসাঙ্কার গোটা ইনিংস জুড়ে ছয় ও চারের বন্যা। কার্যত তিনি একাই এদিন আফগান বোলারদের বিরুদ্ধে শাসন করেছেন পাল্লেকেলের বাইশগজে।
আফগানিস্তানের বিরুদ্ধে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত ক্রিজে ছিলেন পাথুম নিসাঙ্কা। সেখানেই তাঁর ইনিংসটি সাজানো রয়েছে ২০টি চার এবং ৮টি ওভার বাউন্ডারি। তাঁর দ্বিশতরানের সৌজন্যেই আফগানিস্তানের বিরুদ্ধে ৩৮১ রানে পৌঁছেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের এই পারফরম্যান্স তিনি আগামী ম্যাচ গুলোতেই ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।