বিরাট কোহলির কাছে ক্ষমা চাইলেন এবি ডেভিলিয়র্স

কয়েকদিন আগেই বিরাট কোহলিকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন এবি ডেভিলিয়র্স। সেই ভুল স্বীকার করে নিয়ে বিরাট কোহলির কাছে ক্ষমা চেয়ে নিলেন এবি ডেভিলিয়র্স

author-image
Manoj Kumar
আপডেট করা হয়েছে
New Update
Virat and Villiers

Virat Kohli & Ab Devilliers. (Image Source: X)

বিরাট কোহলি প্রসঙ্গে তাঁর মন্তব্য নিয়ে ক্ষমা চাইলেন এবি ডেভিলিয়র্স। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির বাবা হওয়ার খবর সকলকে দিয়েছিলেন এই প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার। তাঁর কাছ থেকে সেই খবর পাওয়ার পর থকেই ক্রিকেট বিশ্ব তো বটেই, বিরাট ভক্তদের মধ্যেও হৈচৈ পড়ে গিয়েছিল। যদিও কয়েকদিনের মধ্যেই সেই ভুল শুধরে নিয়েছিলেন বিরাট কোহলির প্রিয় বন্ধু এবি ডেভিলিয়র্স। না জেনেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় বলাটা যে তাঁর ভুল হয়ে গিয়েছে তা মেনে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।

আবারও একবার বিরাট কোহলির পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। না জেনে বিরাট কোহলির সম্বন্ধে এমন কথা বলাটা তাঁর একেবারেই উচিত্ হয়নি বলেই মনে করছেন এবি ডেভিলিয়র্স। সেই কারণেই বারবার করে বিরাট ভক্ত এবং কোহলি পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। তাঁর মতে এই মুহূর্তে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। আগামী কয়েকদিনের মধ্যেই ফের একবার বিরাট কোহলিকে ভারতীয় দলের জার্সিতে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টেও নেই বিরাট কোহলি

নতুন বছরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। সেখানেই বিরাট কোহলি অনুপস্থিত। প্রথম দুই টেস্টে না খেললেও তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দলের হয়ে  খেলার কথা শোনা গিয়েছিল বিরাট কোহলির। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। শনিবার দল ঘোষণা করেছে ভারত। সেখানে শেষ তিন টেস্টেও ভারতীয় দলে নেই বিরাট কোহলি। কবে ভারতীয় দলে তিনি ফিরবেন তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও নিশ্চয়তা নেই।

এবি ডেভিলিয়র্স তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, "আমার বন্ধু বিরাট কোহলি এখনও পর্যন্ত আসেননি। আমি সকলের কাছে এটাই প্রার্থনা করছি যে তাঁর প্রাইভিসি বজায় রাখা হোক। পরিবার সকলের আগে। আমরা কেউই জানি না এখন কী চলছে। আমি সকলকে বলছি যে সেটাকে সম্মান জানানো হোক। আমি এর আগে একটা বড়সড় ভুল করে ফেলেছিলাম, সেই জন্যই কোহলি পরিবারের কাছে আমি আবারও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি"।

মাঠ হোক কিংবা মাঠের বাইরে, বিরাট কোহলি ও এবি ডেভিলিয়র্সের বন্ধুত্বের কথা সকলেরই জানা রয়েছে। সেই বন্ধুর কাছেই ক্ষমা চাইতে কোনও সঙ্কোচ করলেন না এবিডি। এই মুহূর্তে বাইশ গজ থেকে খানিকটা দূরে রয়েছেন বিরাট কোহলি। তাঁকে শীঘ্র মাঠে দেখার ব্যপারেই আশাবাদী দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

Sports News