অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে পরিবর্তনের হাওয়া, দলে এলেন মাইকেল নেসার

গত বছর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডের অংশ ছিলেন নেসার।

author-image
Manoj Kumar
New Update
michael neser

michael neser

মাইকেল নেসারকে নিউজিল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচকরা দল নির্বাচনে যথেষ্ট কৌশলের পরিচয় দিয়েছে। সাম্প্রতিক সময়ে নেসার অস্ট্রেলিয়া দলের সাথে বিভিন্ন সফরে অংশ নিয়েছেন। প্রথম এগারোয় সেভাবে জায়গা না পেলেও তার ঘরোয়া পারফরমেন্স নজর কেড়েছে। নির্বাচকদেরও নজর এড়ায়নি তাঁর গতিবিধি। প্রসঙ্গত গত বছর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডের অংশ ছিলেন নেসার। দেশের জার্সিতে দুটি টেস্টই অ্যাডিলেডে খেলেছেন তিনি। প্রথমটি ২০২১-২২টেস্ট মরসুমে ইংল্যান্ডের বিপক্ষে ও পরেরটি খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের মরসুমে। শেফিল্ড শিল্ডের এই মৌসুমে তিনি ৯টি উইকেট নিয়েছেন ৫০.৩৩-র গড়ে। যদিও তার পারফরমেন্সের গ্রাফ উল্লেখযোগ্য ভাবে কিছুটা নিচের দিকে, তবুও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর বোলিংয়েই ভরসা রেখেছেন। জাতীয় নির্বাচক জর্জ বেইলি একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘ দীর্ঘ সময় ধরে তাঁর ধারাবাহিক পারফর্মেন্সের কারণে মাইকেল নেসারকে দলে আরেকটি সুযোগ দিতে চাই। আমরা চাই এই পরিস্থিতিতে ও ভালো খেলুক।’

ক্যানবেরায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন ল্যান্স মরিস সাইড স্ট্রেন নিয়েছিলেন। কিন্তু বেইলি পরবর্তীতে ইঙ্গিত দেন যে তিনি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হেজেলউডের মত সফরে যেতেন না। নাথান লিয়নের সাথে যোগ্য বোলার হিসাবে তিনি নেসার এবং স্কট বোল্যান্ডকে বেছে নেওয়ার পক্ষপাতী।

বেইলি মনে করছেন, এই শহরটি একটি ছোট সিরিজে হতে চলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে যা খুব বেশি চ্যালেঞ্জিং নয় বলেই মনে করছেন তিনি। সে ক্ষেত্রে নতুন কিছু বোলারদের খেলিয়ে দেখে নিতে চাইছে অস্ট্রেলিয়া বোর্ড।

এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্টিভ স্মিথকে ওপেনিংয়ে পাঠিয়ে ক্যামেরুন গ্রীনকে চার নম্বরে নামিয়ে আনা, আদতে ব্যাটিংয়ে পরীক্ষা-নিরীক্ষারই নামান্তর বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর পাশাপাশি পরের গ্রীষ্মে পাঁচ ম্যাচের হোম সিরিজ খেলতে অস্ট্রেলিয়া আসছে ভারতীয় শিবির। তার আগে ম্যাট রেনেসাঁকে রিজার্ভ বেটার হিসেবে নিয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারের পরিবর্ত হিসেবেই দেখছে ক্রিকেটমহল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের জয়ের পর নিউজিল্যান্ড বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে। তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে নিজেদের স্থান ধরে রাখার চেষ্টায় নামবে। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের কাছে পড়া যায় অস্ট্রেলিয়ার জন্য একটি বড়সড় ধাক্কা হয়ে উঠতে পারে। স্বাভাবিকভাবেই বদলে যাওয়া অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে কিরকম প্রভাব ফেলবে সেটাই এবার দেখার।

 

Sports News