আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিল ওয়্যাগনার

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। যেখানে নিউজিল্যান্ডের নির্বাচকরা তাঁকে ছাড়াই দল গঠনের বার্তা দিয়েছে। এই ঘোষণার পরেপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিল ওয়াগনার।

author-image
Manoj Kumar
New Update
Neil Wagner NZ (Source: X)

Neil Wagner NZ (Source: X)

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিউই তারকা নিল ওয়াগনার। ইতিমধ্যেই তাকে জানানো হয়েছিল, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দলে তার জায়গা হবে না। এই ঘোষণার পরেই খানিক অভিমানী হয়েই এহেন সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি বোলিং তারকা। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। যেখানে নিউজিল্যান্ডের নির্বাচকরা তাঁকে ছাড়াই দল গঠনের বার্তা দিয়েছে। এই ঘোষণার পরেপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিল ওয়াগনার।

তিনি বর্তমানে ৩৭ বছর বয়সী। গত সপ্তাহে দলের কোচ গ্যারি স্টেডের সাথে তার দীর্ঘ আলোচনা হয়। কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর দলের প্রথম একাদশে না থাকার বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে পড়েছিল। মঙ্গলবার তিনি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে স্টেডের উপস্থিতিতে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি সাংবাদিকদের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন এবং এর মূল কারণ হিসেবে স্পষ্ট করেন, টেস্টের প্রথম একাদশে আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি।

তিনি দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে পাড়ি দেন বহু আগেই।

বর্তমানে দেশের জার্সিতে তিনি ৬৪টি টেস্ট খেলে ফেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৬০টি উইকেট মাত্র ৫২.৭ স্ট্রাইক রেটে। নিউজিল্যান্ডে তিনি ছাড়া একমাত্র স্যার রিচার্ড হ্যাডলির ঝুলিতেই এরকম অনবদ্য টেস্ট স্ট্রাইক রেট রয়েছে। অবশ্য তিনিও টেস্টে ১০০র উপর উইকেট নিয়েছেন।

তবে ওয়াগনার টেস্ট ছেড়ে দিলেও এইমুহূর্তে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। ওয়াগনার বলেন, ‘আমি জানতাম আমার সময় ঘনিয়ে আসছে। ওরা যখন মাঝে মাঝে আমাকে অবসরের কথা ভাবনা চিন্তা করতে বলে তখন আমি একেবারেই বিভ্রান্ত হয়ে পড়ি। আমি বুঝতাম, সময় খুব দ্রুত এগিয়ে আসছে। গত সপ্তাহে, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে টেস্ট কেরিয়ারে অবসান ঘটানোর কথাটি আমি চিন্তা করি। ভবিষ্যতে নতুনদের জায়গা করে দেওয়ার তাগিদেও আমি এই সিদ্ধান্তে দৃঢ় থেকেছি।’ তিনি এর পাশাপাশি আবেগাপ্লুত গলায় আরো বলেন, ‘এটি কখনোই একটি সহজ সিদ্ধান্ত ছিল না। এটি এমন একটি সিদ্ধান্ত যা সময়ের সাথে সাথে যে কোনও মানুষকে নিতে হয়। এখন সময় এসে গেছে এই ব্ল্যাক ক্যাপটিকে ভালো জায়গায় রেখে দিয়ে নতুনদের জায়গা করে দেওয়া। আশা করি তারা উত্তরাধিকারকে যোগ্য পথে এগিয়ে নিয়ে যাবে।’

এর পরবর্তী সময় ওয়াগনার কান্নায় ভেঙে পড়েন। তিনি তার পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধব, প্রশিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও পরামর্শদাতাদের ধন্যবাদ জানান। সর্বোপরি তিনি নিউজিল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি তাঁদের ভালোবেসেই সবকিছু উজাড় করে দিয়েছেন।

Sports News