৪ উইকেট নিয়ে কুর্টনি ওয়ালশের রেকর্ড ভাঙলেন ন্যাথান লিয়ন

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ন্যাথান লিয়ন। সেইসঙ্গেই কুর্টনি ওয়ালশের উইকেটের রেকর্ডও ভেঙে দিয়েছেন এই তারকা অজি স্পিনার।

author-image
Manoj Kumar
New Update
Nathan Lyon

Nathan Lyon. ( Image Source: X )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই কেরিয়ারের অন্যতম রেকর্ড গড়েছেন ন্যাথান লিয়ন। ক্যারিবিয়ান কিংবদন্তী কুর্টনি ওয়ালসের রেকর্ড ভেঙে দিলেন তিনি। টেস্টের মঞ্চে কির্টনি ওয়ালসের রেকর্ড ভেঙে নয়া নজিরের মালিক অস্ট্রেলিয়ার এই তারকা স্পিনার। বিশ্ব ক্রিকেটের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় সাত নম্বরে উঠে এসেন তিনি। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন ন্যাথান লিয়ন।  মা্র ৪৩ রান দিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একাই ৪ উইকেট তুলে নিয়েছেন এ তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টের মঞ্চে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ন্যাথান লিয়ন। গত বৃহস্পতিবার থকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেও দ্বিতীয় দিন বিধ্বংসী মেজাজে ছিলেন এই অজি তারকা স্পিনার। কার্যত তাঁর স্পিনের ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সেইসঙ্গেই এদিন ম্যাচে তিন নম্বর উইকেট নেওয়ার সঙ্গেই কুর্টনি ওয়ালশের রেকর্ড ভেঙে দিয়েছিলেন নম্যাথান লিয়ন। টেস্টের মঞ্চে কুর্টনি ওয়ালসের উইকেট রয়েছে ৫১৯টি। সেই রেকর্ডই ভেঙেেই এখন টেস্টের মঞ্চে ন্যাথান লিয়নের উইকেট ৫২১।

টেস্টের মঞ্চে ৫২১ উইকেটের মালিক ন্যাথান লিয়ন

কিউই শিবিরকে এদিন মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দেয়নি অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ। সেখানেই কার্যত এই ইনিংসের নায়ক ন্যাথান লিয়ন। নিউ জিল্যান্ডের তাবড় তাবড় তারকা ক্রিকেটারগদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই ন্যাথান লিয়ন। নিউ জিল্যান্ডের টম ব্লান্ডেলের উইকেট নিয়েই এদিন যাত্রা শুরু করেছিলেন ন্যাান লিয়ন। এরপর একে একে কুগলেজেন, ম্যাট হেনরি এবং টিম সাউদিদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ন্যাথান লিয়ন। সেইসঙ্গেই অস্ট্রেলিয়ার বড় লিডের রাস্তাটাও প্রশস্ত করে দিয়েছিলেন এই তারকা অস্ট্রেলিয়ান স্পিনার।

নিউ জিল্যান্ডে বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮.১ ওভারে মাত্র ৪৩ রান দিয়েই ৪ উইকেট তুলে নিয়েছিলেন ন্যাথান লিয়ন। সেইসঙ্গেই কুর্টনি ওয়ালশের মতো তারকা ক্রিকেটারের টেস্ট উইকেটের রেকর্ড ভেঙে দিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে অস্ট্রলিয়া করেছিল ৩৮৩ রান।  ক্যামের গ্রীনের ১৭৪ রানে ভর করেই সেই জায়গায় পৌঁছেছিল অজি বাহিনী। নিউ জিল্যান্ডকে কম রানের মধ্যে আটকানোর জন্য তখন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ।

সেখানেই অজি বাহিনীর হয়ে বিধ্বংসী পারফরম্যান্স ন্যাথান লিয়নের। সেইসঙ্গে জশ হজেলউড, মিচেল স্টার্করাও ছিলেন বিধ্বংসী ফর্মে।দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যে বড় লিডের লক্ষ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

Sports News