প্রস্তুতির মাঝে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মুস্তাফিজুর রহমন

রবিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রস্তুত চলাকালীনই মাথায় বলের আঘাত পান মুস্তাফিজুর রহমন। সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

author-image
Manoj Kumar
New Update
Mustafizur Rahman

Mustafizur Rahman. (Image Source:X)

আগামী সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে নামতে চলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা কুমিল্লা শিবিরে। দলের অন্যতম সেরা ক্রিকেটার মুস্তাফিজুর রহমন প্রস্তুতির মাঝেই চোট পেয়ে হাসপাতালে। আর সেটা যে কুমিল্লার চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট বড় ব্যপার তা বলার অপেক্ষা রাখে না। মাঠেই প্রস্তুতির সময় বল লাগে মুস্তাফিজুর রহমনের মাথায়। এরপরই ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আপাতত হাসপাতালেই চিকিত্সাধীন রয়েছেন এই তারকা বাংলাদেশী ক্রিকেটার। সোমবারের ম্যাচেও তিনি অনিশ্চিত।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চলতি মরসুমে ভালই পারফরম্যান্স করছেন মুস্তাফিজুর রহমন। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের বিরুদ্ধ জিততে পারলেই তাদের সামনে রয়েছে শীর্ষস্থানে উঠে আসার একটা সম্ভাবনা। কিন্তু তার আগে মুস্তাফিজুরের চোট চিন্তাটা অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন সকলে। যদিও শোনাযাচ্ছে আঘাক পেলেও মুস্তাফিজুর এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে তিনি নামবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।

সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রবিবার ম্যাচের আগের দিন শেষ প্রস্তুতিতে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানেই প্রস্তুতির সময় হঠাত্ একটি বল মুস্তাফিজুর রহমনের মাথার বাঁদিকে লেগেছিল। বল লাগার সঙ্গে সঙ্গেই যন্ত্রনায় মাটিতে পড়েও গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও তাঁকে নিয়ে বিশেষ ঝুঁকি নিয়ে নারাজ ছিল টিম ম্যানেজমেন্ট। সঙ্গে সঙ্গেই মুস্তাফিজুর রহমনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে স্ক্যান হয়েছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। সোমবারের ম্যাচে তাঁর খেলা ঘিরেই এখন জল্পনা তুঙ্গে।

হাসপাতালে তাঁর স্ক্যান হওয়ার পর শোনাযাচ্ছে যে এখন সুস্থই রয়েছেন তিনি।  তিনি মাথায় ভিতরে কোনওরকম চোট পেয়েছিল কিনা সেটা নিয়েই দুশ্চিন্তা করছিলেন সকলে। তবে শোনাযাচ্ছে তেমন কিছু হয়নি। মাথার বাইরেই আঘাত পেয়েছেন এহং এখন নাকি একেবারেই সুস্থ রয়েছেন মুস্তাফিজুর রহমন। টিম ম্যানেজারের মতে অ্যাম্বুলেন্সে তাঁকে রাখার সময়ও একেবারে স্বাভাবিকই ছিলেন এই তারকা ক্রিকেটারের। আর এই খবর যে সকলকেই যথেষ্ট স্বস্তি দিচ্ছে তা বলাই বাহুল্য।

সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে মুস্তাফিজুর রহমন যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম শক্তিশালী অস্ত্র তা সকলেরই জানা। কিন্তু এই চোট পাওয়ার পর সোমবারের ম্যাচে তিনি নামতে পারবেন কিনা সেটা নিয়েই চলছে জোর জল্পনা। দলের তরফেও পরিস্কার করে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Sports News