অস্ত্রোপচারের পর ইংল্যান্ডেই রিহ্যাবের প্রস্তুতি মহম্মদ শামির

চিকিৎসকরা বলছেন, চোট সারিয়ে পুরো ফিট হতে তার আরো বেশ কয়েক মাস সময় লেগে যাবে। তিনি অস্ত্রোপচার পরবর্তী সময়ে নিজের রিহ্যাবটি ইংল্যান্ডে করবেন বলে বোর্ড সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তারপর বেঙ্গালুরুর একাডেমিতে চলবে তার মাঠে ফেরার প্রস্তুতি।

author-image
Manoj Kumar
New Update
mohammed-shami (Source: X)

mohammed-shami (Source: X)

অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ড উড়ে যাচ্ছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। শোনা যাচ্ছে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গোটা মরসুমটিই তিনি বাইরে থাকতে পারেন। গোড়ালির চোট ইদানিং বেশ ভোগাচ্ছিল ভারতের জাতীয় দলের এই পেসারকে। এর আগে ইংল্যান্ডে গিয়ে ইনজেকশনও নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু তাতে নাকি বিশেষ কাজ হয়নি বলেই জানা যাচ্ছে। ফলে একমাত্র অস্ত্রোপচার ছাড়া কোন রাস্তা বাকি ছিল না এই পেস তারকার হাতে। শোনা গেল দিন কয়েকের মধ্যেই অস্ত্রোপচার হবে ভারতীয় তারকা পেশারের। তাই ইংল্যান্ডের ফ্লাইটে চড়ে বসছেন তিনি। ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার সম্ভাবনা ক্রমশ কমে আসছে তারকা পেসারের। তাই আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাচ্ছেন তিনি। শামি একটি কথোপকথনে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে তিনি এইমুহূর্তে প্রবলভাবে চাইছেন টি-টোয়েন্টি বিশ্বকাপটি জিততে। গত বিশ্বকাপের দুরন্ত পারফর্ম করেছেন। বল হাতে আগুন ঝরিয়েছেন এই পেসার। উইকেটের প্রয়োজন হলেই রোহিত শর্মা বল তুলে দিয়েছেন বাংলার এই পেসারের হাতে। ভারতের গুজরাটে ফাইনাল খেলার নেপথ্যে বড়সড়ো ভুমিকা ছিল এই ডান হাতি পেসারের। তিনি ভারতের বিশ্বকাপ অভিযানে দেরিতে শুরু করলেও বল হাতে ২৪টি উইকেট নেন। সেই সময় থেকেই চোট আঘাতে জর্জরিত শামি ইনজেকশন নিতেন। কিন্তু তার কোনও প্রভাব কখনোই পারফরমেন্সে পড়তে দেননি তিনি। পরবর্তী সময় তিনি অর্জুন পুরস্কার সম্মানে সম্মানিত হন।

এই পরাজয়টি যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়ে যায় তার। এখন যা পরিস্থিতি, তাতে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও খুবই ক্ষীণ মহম্মদ শামির। শোনা যাচ্ছে ভারতীয় পেশার নিজে ঘনিষ্ট মহলে বলেছেন, তিনি নিজেও এই বিষয়ে প্রচন্ড হতাশ। কিন্তু কিছু করার নেই। কারণ চোট আঘাতের বিষয়টি কারো কখনো নিয়ন্ত্রণে থাকে না।

যদিও শোনা যাচ্ছে এখনো জুন বিশ্বকাপে ফিরতে মরিয়া তিনি। সেই কারণেই ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগে তাঁকে বল হাতে দেখা যাবে না। তবু চিকিৎসকরা বলছেন, চোট সারিয়ে পুরো ফিট হতে তার আরো বেশ কয়েক মাস সময় লেগে যাবে। তিনি অস্ত্রোপচার পরবর্তী সময়ে নিজের রিহ্যাবটি ইংল্যান্ডে করবেন বলে বোর্ড সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যা খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর। তারপর বেঙ্গালুরুর একাডেমিতে চলবে তার মাঠে ফেরার প্রস্তুতি।

Sports News