সিএবির ক্লাব ক্রিকেটে গড়াপেটার অভিযোগ, ভিডিও শেয়ার শ্রীবত্স গোস্বামীর

সিএবির সুপার ডিভিশনের ম্যাচে টাউন ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেছিল মহমেডান। সেই ম্যাচেরই একটি ভিডিও প্রকাশ করে শ্রীবত্স গোস্বামী ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছেন।

author-image
Manoj Kumar
New Update
Cab Cricket

Cab Cricket. (Image Source: Facebook)

সিএবির স্থানীয় ক্রিকেটে এবার গড়াপেটার অভিযোগ। বাংলা তথা আইপিএলের মঞ্চে খেলা শ্রীবত্স গোস্বামীর একটি ভিডিও  শেয়ারের পর থেকেই হৈচৈ পড়ে গিয়েছে বাংলার ক্রিকেট মহলে। সেখানেই সিএবির সুপার ডিভিশনের ম্যাচে  টাউন ক্লাব বনাম মহমেডান ক্লাবের খেলাতেই গড়পেটার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে মহমেজান ক্রিকেটাররা নাকি ইচ্ছাকৃতভাবে টাউন ক্লাবকে ম্যাচ ছেড়ে দিয়েছে। এমন ঘটনা সামনে আসার পর থেকেই বাংলার ময়দান জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। উঠতে শুরু করেছে একাধিক প্রশ্নও।

বুধবার রাতেই বাংলার ক্রিকেটার শ্রীবত্স গোস্বামী একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখাযাচ্ছে এমন ঘটনা। আর তাতেই বাংলার ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। সুপার ডিভিশন লিগের ম্যাচে করুণাময়ীতে টোয়েন্টি টু ইয়ার্ডসের মাঠে মুখোমুখি হয়েছিল টাউন ক্লাব ও মহমেডা ক্লাব। সেই ম্যাচেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শ্রীবত্স গোস্বামী। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

সুপার ডিভিশন ম্যাচে মহমেডমের বিরুদ্ধে নেমেছিল টাউন ক্লাব

সোশ্যাল মিডিয়ায় শ্রীবত্স গোস্বামী একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, "কলকাতার ক্লাব ক্রিকেটে এটি একটু সুুপার ডিভিশন পর্বের ম্যাচ। দুটো বড় দল এই কাজটা করছে। কারোর কী কোনও ধারণা আছে তারা কী করছে। যে খেলা আমার হৃদয়ের অত্যন্ত কাছের, সেখানে এমন ঘটনা ঘটতে দেখে কার্যত আমি হতবাক হয়ে যাচ্ছি। আমি ক্রিকেটকে ভালবাসি এবং বাংবার হয়ে ক্রিকেট খেলতে ভালবাসি। সেখানে এমনটা হতে দেখে সত্যিই আমার মন ভেঙে গিয়েছে। ক্লাব ক্রিকেট হল বাংলা ক্রিকেটর আত্মা এবং হৃদয়। দয়া করে তাকে নষ্ট করোনা । আমার মনে হয় এটাকে ম্যাচ গড়াপেটা বলে"।

শ্রীবত্স গোস্বামী যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখাযাচ্ছে যে টাউন ক্লাবের বোলারদের বিরুদ্ধে মহমেডানের ব্যাটাররা  নিজেরাই নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন। কউ ইচ্ছাকৃতভাবে বল না খেলেই বোল্ড হচ্ছেন। তো আবার কেউ পরের বলেই বল ব্যাটে লাগানোর চেষ্টা করে স্টাম্প আউট হচ্ছেন। আর এই ঘটনা তুলে ধরেই ম্যাচ গড়াপেটার ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন বাংলার ক্রিকেটার শ্রীবত্স গোস্বামী।

এই ঘটনা নিয়ে বেশ হৈচৈও পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Sports News