চোট পেয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে নেই মার্কাস স্টয়নিস

কোমড়ের সমস্যার জেরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মার্কাস স্টয়নিস। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছেন অ্যারণ হার্ডি।

author-image
Manoj Kumar
New Update
Marcus Stoinis

Marcus Stoinis. ( Image Source: X )

আগামী ২১ ফেব্রুয়ারী থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু তার আগে চোট আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মার্কাস স্টয়নিস। আর তাতেই যেন অস্ট্রেলিয়া শিবিরের চিন্তাটা ক্রমশ বাড়তে শুরু করেছে। চোটের জন্য মার্কাস স্টয়নিস তো ছিটকেই গিয়েছেন। সেইসঙ্গে অস্ট্রেলিয়া শিবিরের আরও কয়েকজন ক্রিকেটার চোটের কবলে রয়েছেন। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই কারণেই দলের ক্রিকেটারদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ অস্ট্রেলিয়া ব্রিগেড।

কয়েকদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেই ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিসও দুরন্ত পারফরম্যান্স  করেছিলেন। রবিবার শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ রান করেছিলেন মার্কাস স্টয়নিস। একইসঙ্গে এই সিরিজে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৮০ রানের পার্টনারশিপ গড়ে তোলার অন্যতম কারিগড় ছিলেন তিনি। সেই মার্কাস স্টয়নিসকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে না পাওয়াটা যে বেশ চিন্তায় রাখবে অস্ট্রেলিয়া শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা মার্কাস স্টয়নিস।

মার্কাস স্টয়নিসের পরিবর্তে অস্ট্রেলিয়া শিবিরে এসেছেন অ্যারণ হার্ডি

গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে সেই বিরাট পার্টনারশিপ গড়ে তোলার ম্যাচে উইকেটও তুলে নিয়েছিলেন মার্কাস স্টয়নিস। সেই ম্যাচে ৪ ওভারে ৩৬ রান দেওয়ার পাশাপাশি ৩ টি উইকেট এসেছিল তাঁর ঝুলিতে। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী ২১ ফেব্রুয়ারী থেকে যাত্রা শুরু করতে চলেছে অজি ব্রিগেড। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা যে অস্ট্রেলিয়ার কাছে অন্যতম প্রস্তুতি মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই স্টয়নিসের না থাকাটা অস্ট্রেলিয়ার চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।

শুধুমাত্র মার্কাস স্টয়নিসও নন, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ম্যাথু ওয়েডও। বাবা হচ্ছেন তিনি, সেই কারণেই প্রথম ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। একইসঙ্গে ম্যাথু শর্টও এই ম্যাচে অনিশ্চিত। তাঁরও নাকি হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে এই অল রাউন্ডার তারকা ক্রিকেটার খেলতে পারেননি। শোনাযাচ্ছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও নাকি অনিশ্চিত রয়েছেন তিনি। অন্যদিকে কোমড়ে চোট পেয়ে ছিটকে যাওয়া মার্কাস স্টয়নিসের পরিবর্তে অস্ট্রেলিয়া শিবিরে এসেছেন অ্যারণ হার্ডি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল অস্ট্রেলিয়া। সেই পারফরম্যান্সই তারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

Sports News