এই মুহূর্তে রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে নেমেছে বাংলা। ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে খেলছে বঙ্গ ব্রিগেড। সেখানেই খানিকটা আবেগতাড়িত মনোজ তিওয়ারি। বিহারের বিরুদ্ধেই কেরিয়ারের শেষ ম্যাচে খেলছেন মনোজ তিওয়ারি। এই কথাটা কয়েকদিন ধরেই শোনাযাচ্ছিল। শুধে অপেক্ষাটা ছিল মনোজ তিওয়ারির সরকারীভাবে ঘোষণা করার। শনিবারই সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে এই ম্যাচটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে পেরেই আপ্লুত মনোজ তিওয়ারি।
গতবছরই হঠাত্ করে অবসর ঘোষণা করেছিলেন মনোজ তিওয়ারি। যদিও এক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করেছিলেন তিনি। ফের বাংলার হয়ে মাঠে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। একবছর পর অবশেষে নিজের কেরিয়ারে ইতি টানলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। গত শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফিতে বিহারের বিরুদ্ধে নেমেছে বাংলা। ম্যাচের দ্বিতীয় দিনই নিজের অবসরের কথা ঘোষণা করেছেন মনোজ তিওয়ারি। সোশ্যাল মিডিয়াতেই একটি বার্তা দিয়ে অবসর ঘোষণা করেছেন বাংলার অধিনায়ক।
প্রথম শ্রেনীর ক্রিকেটে ১০ হাজার রান রয়েছে মনোজ তিওয়ারির
২০০৬ সালে বাংলার হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয়েছিল মনোজ তিওয়ারির। সেই থেকেই পথ চলা শুরু তাঁর। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর ক্রিকেটের গ্লাভস ও প্যাড খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মনোজ তিওয়ারি। ২০০৮ সালেই দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেক হয়েছিল মনোজ তিওয়ারির। যদিও দেশের জার্সিতে তাঁর কেরিয়ার দীর্ঘ হয়নি। ভারতীয় দলের হয়ে ১২টি ওডিআই ও ৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। কিন্তু সেভাবে সফল হতে পারেননি তিনি।
Hi all,
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 17, 2024
So... It's time for the one last dance! Possibly one last time for a long walk towards my beloved 22 yards. I will miss every bit of it! 🏏
Thanks for cheering and loving me all these years. Would be loving it if you all come down to my favourite #EdenGardens today and… pic.twitter.com/uRsVS1Zsnp
এদিন সোশ্যাল মিডিয়ায় মনোজ তিওয়ারি জানিয়েছেন, ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে একটি বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। ইডেন গার্ডেন্সের মঞ্চে প্রশম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি। এই ভেন্যুতেই যেখানে সমস্তকিছু শুরু হয়েছিল, তা শেষ করতে চেয়েছিলাম আমি। কেরিয়ারের শেষ প্রথম শ্রেনীর ক্রিকেটও আমি এখানেই খেলছি। আমাকে ক্রমাগত সমর্থণের জন্য সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি।
এই মুহূ্র্তে মনোজ তিওয়ারির নেতৃত্বেই বিহারের বিরুদ্ধে নেমেছে বাংলা। প্রথম শ্রেনীর ক্রিকেটে বহু রেকর্ডের মালিক মনোজ তিওয়ারি। ১০ হাজারের ওপর রান রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেই মনোজ তিওয়ারির নামের সামনেই এবার বসতে চলেছে প্রাক্তনের তকমাটা।