ভারতীয় ক্রিকেটে সুযোগ পাওয়ার অন্যতম প্রধান মঞ্চ হল রঞ্জি ট্রফি। কিন্তু সেই প্রতিযোগিতা নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন বাংলার প্রাক্তন অধিমায়ক মনোজ তিওয়ারি। আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফি বন্ধ করে দেওয়ার বার্তাই দিয়েছেন এই বঙ্গ তারকা ক্রিকেটার। যদিও কেন এমন মন্তব্য করেছেন তিনি। সেই প্রসঙ্গে অবশ্য পরিস্কারভাবে কিছু জানাননি মনোজ তিওয়ারি। তবে রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে যে বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওারি একেবারেই খুশি নন তা বেশ স্পষ্ট। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
গত শনিবার সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক টুইট করেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। পরিস্কারভাবে না বললেও রঞ্জি ট্রফি আয়োজন নিয়ে যে মনোজ তিওয়ারি একেবারেই খুশি নন তা বলাই বাহুল্য। বিশেষ করে বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু থেকে ড্রেসিংরুম নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না বাংবার প্রাক্তন অধিনায়ক। রঞ্জি ট্রফি নিয়ে এমন চলতে থাকাতেই কার্যত ক্ষুব্ধ হয়েছেন তিনি। টুইটারেই সেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এই মুহূর্তে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলছেন মনোজ তিওয়ারি
কয়েকদিন আগেই এই বিষয় নিয়ে সোচ্চ্বার হয়েছিলেন তিনি। লাইভ সেশনে বাংলা বনাম কেরল ম্যাচ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। কেরলে ম্যাচ থাকলেও সেখানে মূল স্টেডিয়ামে তাদের খেলা দেওয়া হয়নি। স্টেডিয়াম প্রস্তুত থাকা সত্ত্বেও অন্য় জায়গায় খেলা দেওয়া হয়েছিল। সেইসঙ্গে স্টেডিয়ামের অবস্থা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। সেখানে বাংলার ড্রেসিংরুম এমন জায়গায় ছিল সেখানে নাকি সঠিকভাবে টিম মিটিং করার পরিস্থিতিও ছিল না। দুটো দলের ড্রেসিংরুম এত কাছাকাছি ছিল যে তদের পক্ষে নাকি সঠিকভাবে টিম মিটিং করাও সম্ভব হচ্ছিল না। এমন ভাবেই ক্ষোভ উগরে দিয়েছিলেন।
Ranji trophy should be scrapped off from the calendar from the next season onwards. So many things going wrong in the tournament. So many things need to looked into in order to save this prestigious tournament which has a rich history. It’s losing its charm and importance.…
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 10, 2024
এবার সোশ্যাল মিডিয়ায় ফের একবার বিস্ফোরক মন্তব্য করেছেন মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন, আগামী মপসুম থেকে ক্রীড়া ক্যালেন্ডারে রঞ্জি বাদ দিয়ে দেওয়া উচিত্। এই প্রতিযোগিতায় বহু জিনিসই সঠিকভাবে হচ্ছে না। এই প্রতিযোগিতার একটি আভিজাত্য রয়েছে। তাঁকে বাঁচিয়ে রাখতে হলে এখনও বহু জায়গায় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। রঞ্জি ট্রফি তার সেই ঐতিহ্য হারাচ্ছে। যেটা সত্যিই আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক।
এবারের রঞ্জি ট্রফিতে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারছে না বাংলা। বাংলা ব্রিগেডের সদস্য মনোজ তিওয়ারিও। সেই প্রতিযোগিতার আয়োজনের ব্যবস্থা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন বাংবার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি।