কয়েকদিন আগেই বোর্ডের তকফে বার্ষিক চুক্তি প্রকাশ করেছে । সেই তালিকা থেকেই বাদ বড়েছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার। শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ ভারতীয় দলের বার্ষিক চুক্তিতে নেই। আর এমনটা দেখার পর থেকেই কার্যত হয়বাক হয়েছেন অনেকে। ভারতীয় ক্রিকেট মহলে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের সমর্থনই শোনা গেল তাঁর গলা থেকে। মদল লালের মতে ভারতের প্রতিটি ক্রিকেটারেরই উচিত্ রঞ্জি ট্রফি খেলা।
এই প্রসঙ্গে মদন লাল জানিয়েছেন, "যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার কথা বলে তবে অবশ্যই তাদের খেলা উচিত্। খেলার থেকে বড় কেউ নন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার জন্য সাধুবাদ দিতে হবে। এখনকার দিনে বহু ক্রিকেটারই প্রথম শ্রেনীর ক্রিকেটকে সেভাবে গুরুত্ব দেননা। যতটা তারা আইপিএলকে দেয়। বিসিসিআই একটি নিয়ম তৈরি করেছে যেখানে প্রতিটি ক্রিকেটারকেই প্রথম শ্রেনীর ক্রিকেট খেলতে হবে। সেই নিয়ম যদি কেউ পালন না করে, তবে তাদের সেই মতোই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং অন্যদের কাছে তা উদাহরণও হবে"।
গত বুধবারই বার্ষিক চুক্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড
বেশ কয়েকদিন ধরেই ভারতীয় দলের সঙ্গে নেই শ্রেয়স আইয়ার। চোটের জন্য বাইরে রয়েছেন তিনি। একইসঙ্গে গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার সময়ই ভারতীয় দল থকে নাম তুলে নিয়েছিলেন ঈশান কিষাণ। তারপর থেকেই এই দুই ক্রিকেটারকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। সেই থেকেই তাদের দুজনকে নিয়ে নানান কথাবার্তা শোনাযাচ্ছিল। বারবার বার্তা দেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটেও খেলতে নামনেনি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।
রাহুল দ্রাবিড় সহ বোর্ডের তরফেও রঞ্জি ট্রফি খেরার বার্তা বারবার দেওয়া হয়েছিল। কিন্তু ঈশান কিষাণ কার্যত তা উপেক্ষা করেছিলেন। শ্রেয়স আইয়ারকেও সম্প্রতি রঞ্জি ট্রফির অন্যান্য ম্যাচে দেখা যায়নি। সেই নিয়ে নানান গুঞ্জন আরম্ভ হয়েছিল। অবশেষে ডিওয়াই পাটিল টি টোয়েন্টি প্রতিযেগিতাতে নেমেছিলেন ঈশান কিষাণ। যদিও সেখানেও বড়সড় কোনও পারফরফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এই দুই ক্রিকেটারকে নিয়ে ক্রমশই যে সহ্যের বাঁধ ভাঙতে শুরু করছিল তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। অবশেষে সেটাই হয়েছে। এবার বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সাহসী সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মদন লাল। যদিও রঞ্জি ট্রফির সেমিফাইনালে নেমেছেন শ্রেয়স আইয়ার। সেখানে সাফল্য পেলে তাঁর ভাগ্য পরিবর্তন হয় কিনা সেটাই দেখার।