মার্শ কাপে প্রথমবারের জন্য কুইন্সল্যান্ডের অধিনায়কত্ব করবেন লাবুসেন

মার্শ কাপে প্রথমবারের জন্য কুইন্সল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন মারনাস লাবুসেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে মরশুমের শেষ মার্শ কাপ প্রতিযোগিতায় কুইন্সল্যান্ডের নেতৃত্ব দিলে, ঘরোয়া পর্যায়ে প্রথমবারের জন্য অধিনায়কত্বের স্বাদ পাবেন অস্ট্রেলিয় তারকা।

author-image
Manoj Kumar
New Update
marnus-labuschagne (Source: X)

marnus-labuschagne (Source: X)

মার্শ কাপে প্রথমবারের জন্য কুইন্সল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন মারনাস লাবুসেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে মরশুমের শেষ মার্শ কাপ প্রতিযোগিতায় কুইন্সল্যান্ডের নেতৃত্ব দিলে, ঘরোয়া পর্যায়ে প্রথমবারের জন্য অধিনায়কত্বের স্বাদ পাবেন অস্ট্রেলিয় তারকা। ২৯ বছর বয়সী লাবুসেন আগে কখনো পেশাদারী পর্যায় অধিনায়কত্ব করেননি। কারেন রল্টন ওভালে প্রথমবারের জন্য অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন তিনি। প্রদেশের ক্যাপ্টেন ওসমান খোয়াজা ও সহ অধিনায়ক জিমি পিয়ারসন উভয়ই এই সিরিজ থেকে বিশ্রাম নিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮শে জানুয়ারী শেষ হওয়া ব্রিসবেন টেস্টের পর থেকে বিশ্রামে রয়েছেন খোয়াজা। যতদূর শোনা যাচ্ছে ২৯শে ফেব্রুয়ারী থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্ট সিরিজের আগে অবধি তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে পিয়ারসনের হাঁটুতে চোট রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও শেফিল্ড শিল্ডে তাঁর খেলার পরিকল্পনা রয়েছে। অস্ট্রেলিয়ার শেষ টেস্ট একাদশে ৩০ বছরের কম বয়সী খেলোয়াড়ের মধ্যে লাবুসেন উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাভিস হেড পরবর্তী ডিসেম্বরের ৩০শে পা দিয়েছেন। সেই হিসাবে একজন কম বয়সী অধিনায়ককে পেতে চলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগ। এই গ্রীষ্মের ট্রাভিস হেডকে টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে। যদিও এর আগে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজে এ দলের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলে ছিলেন।

অন্যদিকে ব্রিসবেন টেস্টের পর থেকে অনুপস্থিত এলেক্স ক্যারিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছিলেন, তিনিও এই সিরিজে পার্থে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও অস্ট্রেলিয়া দলের সাথে জড়িত থাকার  কারণে ইংল্যান্ডের ফার্স্ট বোলার জেভিয়ার বার্টলেট উপলব্ধ নয়। দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটসম্যান হেনরি হান্ট ও গত সপ্তাহে জাঙ্কশন হলে ভিক্টোরিয়া ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন। তার নাক ও চোয়ালে গুরুতর আঘাত রয়েছে, যা বাকি মরসুমে তাঁকে খেলা থেকে বিরত রাখছে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রীন ডব্লুএর হয়ে না খেললেও হোভার্টে শুক্রবার থেকে শুরু হওয়ার শেফিল্ডের লড়াইয়ে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অজি অফ স্পিনার কোরি রচিচিওলি ও তরুণ ব্রাইস জ্যাকসনেরও অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের পাশাপাশি দলে থাকতে পারেন ব্যাটসম্যান কিটন ক্রিচেল। এই পরিস্থিতিতে লাবুসেন অধিনায়কত্বের দায়িত্ব কেমন সামলান, সেটাই এবার দেখার। 

Sports News