মাঝ পিচে মুখোমুখি ধাক্কা, অপ্রত্যাশিত রান আউট কেন উইলিয়ামসন

মাঝ পিচে ধাক্কাধাক্কি! শূন্য রানে ড্রেসিংরুমে ফিরতে হলো কেন উইলিয়ামসনকে। ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথেষ্ট চাপে রইল নিউজিল্যান্ড। ঘরের মাঠে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের সামনে টিম সাউদির দল।

author-image
Manoj Kumar
New Update
Kane Williamson (Source: X)

Kane Williamson (Source: X)

মাঝ পিচে ধাক্কাধাক্কি! শূন্য রানে ড্রেসিংরুমে ফিরতে হলো কেন উইলিয়ামসনকে। ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথেষ্ট চাপে রইল নিউজিল্যান্ড। ঘরের মাঠে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ের সামনে টিম সাউদির দল।

কয়েকদিন আগেই কন্যা সন্তানের পিতা হয়েছেন কেন উইলিয়ামসন। এই নিয়ে তৃতীয়বার পিতা হলেন তিনি। কিন্তু আনন্দের মধ্যেই ফর্মে থাকা উইলিয়ামসনকে ফিরতে হলো সতীর্থের ভুলে। খুচরো রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চুরি করার সময় সতীর্থের সঙ্গে ধাক্কা লাগে কেন উইলিয়ামসনের। পিচের মধ্যেই পড়ে যান তিনি। স্বাভাবিকভাবেই সময়ের আগে অন্য প্রান্তে পৌঁছতে না পারার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত রান আউট হয়ে যান কিউই তারকা। ওয়েলিংটনে দল যথেষ্ট চাপের মুখে। ১২ রানে এক উইকেট পড়ার পর তিন নম্বরে ব্যাট করতে নামের নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। মিচেল স্টার্কের প্রথম বলটি খেলেন অত্যন্ত রক্ষণাত্মকভাবে। দ্বিতীয় বলটি ঠেলে দেন মিড অফের দিকে। তার পরবর্তীতেই খুচরো একরান নেওয়ার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। প্রথম থেকেই তার নজর ছিল বলের দিকে। পিচের ননস্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড়াতে শুরু করেন তার কিউই সতীর্থ উইল ইয়ং। যাকে লক্ষ্যই করেননি কেন। অন্য প্রান্ত থেকে ইয়ংও সামনে না তাকিয়ে বলের দিকে তাকিয়ে দৌড় শুরু করেছিলেন। যা তার করার কথা নয়। ফলে বোলার স্টার্ককে এড়িয়ে দৌড়াতে গিয়ে হঠাৎ মুখোমুখি হয়ে যান উইলিয়ামসান এবং ইয়ং। দুজনের মুখোমুখি ধাক্কা লাগে। ইয়ংয়ের হাত থেকে ব্যাট পড়ে যায়। ধাক্কা লাগার পরবর্তী সময় দুজনেই দাঁড়িয়ে পড়েন পিচের মাঝামাঝি। ততক্ষণে মার্নাশ লাবুশেন সরাসরি বল ছুড়ে দিয়েছেন নন স্টাইকিং প্রান্তের উইকেটের দিকে। স্বাভাবিকভাবেই রান আউট হয়ে যান কেন উইলিয়ামসন। সতীর্থের ভুলের শূন্য রানে ফিরে যেতে হয় ড্রেসিংরুমে দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। স্বাভাবিকভাবেই উইলিয়ামসনের এই রান আউট হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।

ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৮৩ রানের জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে মাত্র ১৭৯ রানে। নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মুখে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে হচ্ছে টিম সাউদির দলকে। কিউই দলের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের রানও করে উঠতে পারেননি। উইলিয়ামসন ছাড়াও শূন্য রানে ফিরতে হয়েছে স্কট কুগেলিজনকে। শূন্য রানে ফেরেন ভারতীয় বংশোদ্ভূত তারকা রাচিন রবীন্দ্রও। দ্বিতীয় দিনের শেষে কার্যত বিপর্যস্ত নিউজিল্যান্ড একথা বলাই যায়।

Sports News