চট্টগ্রাম দলে যোগ দিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জিসান আলম, প্রোটিয়া তারকা চললেন খুলনায়

বড়ো মঞ্চে নিজের পারফরমেন্সে ছাপ ছেড়ে এবার টুর্নামেন্টের মাঝপথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিলেন জিসান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি পেসার ওয়েইন পারনেলকে দলে নিয়েছে খুলনা।

author-image
Manoj Kumar
New Update
Jishan Alam

Jishan Alam

বিপিএল শুরু হয়েছে বেশ কিছুদিন। কিন্তু জিসান আলমকে প্রথম থেকে পায়নি বাংলাদেশ প্রিমিয়ার লীগ। তরুণ এই ক্রিকেটার ব্যস্ত ছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযানে। বড়ো মঞ্চে বাংলাদেশের জন্য ভালই পারফরম্যান্স করেছেন তরুণ এই ব্যাটসম্যান। বড়ো মঞ্চে নিজের পারফরমেন্সে ছাপ ছেড়ে এবার টুর্নামেন্টের মাঝপথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিলেন জিসান। কানাঘুষো শোনা গেছিল আগেই। পরবর্তীতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট মারফত বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। এই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবেন ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন জিসান। তিনি বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার জাহাঙ্গীর আলমের পুত্র। তিনি ইতিমধ্যেই ৯টি লিস্ট এ ম্যাচ খেলা সম্পূর্ণ করেছেন। তবে এখনো স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ভাবে অভিষেক হয়নি জিসান আলমের। সদ্য সমাপ্ত বিশ্বকাপে টপ অর্ডারে ব্যাট করতে দেখা গেছে এই ক্রিকেটারকে। বেশ কিছু ইনিংসের প্রতিশ্রুতিবদ্ধ পারফরমেন্স করেছেন তিনি। তবে ভালো খেললেও কোন ইনিংসে সেভাবে বড় রানের দাগ কাটতে পারেননি জিসান আলম। তবুও চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট তাঁকে সুযোগ দিতে চাইছে। বিশেষত তাঁর আগ্রাসী ব্যাটিংয়েই ভরসা রেখেছেন সকলে।

৫০ ওভারের ক্রিকেটেও তিনি খেলেছেন ১০০ স্ট্রাইক রেটে।

আন্তর্জাতিক ক্রিকেটেও নেপালের বিপক্ষে ভালো রানের ইনিংস রয়েছে তাঁর ব্যাট থেকে। ব্যাট হাতে ওপেন করতে নেমে ৪৩ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি বল হাতে তাঁর ঝুলিতে ১টি উইকেটও রয়েছে। এবার জিসানের সামনে বিপিএলে নিজেকে মেরে ধরার সুযোগ রয়েছে। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে দলের জন্য তিনি কতটা কার্যকরী ভূমিকা নিতে সক্ষম হন, সেটাই এবার দেখার।

অন্যদিকে বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরুর আগেই খুলনা টাইগার্স স্কোয়াডে যোগ দিচ্ছেন নতুন বিদেশী ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি পেসার ওয়েইন পারনেলকে দলে নিয়েছে খুলনা। বিশ্বব্যাপী বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগে চেনা মুখ হলেও এই প্রথম বিপিএল মাতাবেন এই প্রোটিয়া তারকা। ৩৪ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান তারকা ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন। তাঁর ঝুলিতে ৫৯টি আন্তর্জাতিক উইকেটও রয়েছে। শেষ ম্যাচ খেলেছেন গত মার্চে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সব মিলিয়ে ২৮৮টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন পারনেল। ৮.০৭ ইকোনমি রেটে ঝুলিতে রয়েছে ৩০৫টি উইকেট। তাঁর সেরা বোলিং পারফরমেন্স ২২ রানে ৫ উইকেট। ব্যাট হাতেও প্রায় ২০০০র বেশি রান রয়েছে তাঁর ঝুলিতে। খুলনার হয়ে এই তারকা কতটা ছাপ ফেলতে পারে সেটাই এবার দেখার।

 

Sports News অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ