রংপুর রাইডার্সে জিমি নিশাম, বিপিএলে আরও নতুন মুখ

রংপুর রাইডার্সে নাম লেখালেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়া বিগত কয়েক ম্যাচে নিয়মিত পরাজয়ের পরে ঢাকার স্কোয়াডে যোগ দিয়েছেন পাকিস্তানের দীর্ঘদেহি পেসার মহম্মদ ইরফান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান গাজী মহম্মদ তাহজিবুল ইসলাম।

author-image
Manoj Kumar
New Update
jimmy neesham

jimmy neesham

দলে নতুন অলরাউন্ডারের অন্তর্ভুক্তি ঘটালো রংপুর রাইডার্স। এটি বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম সফল একটি দল। এই দলে নাম লেখালেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর। বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটে জামানায় জিমি নিশাম অত্যন্ত জনপ্রিয় একজন কিউই তারকা। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড দল। যে দলের অন্যতম সদস্য ছিলেন জিমি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম থেকেই বেশ ভালো ভূমিকা রেখেছেন তিনি। এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটে ২৬০টি স্বীকৃত টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে অভূতপূর্ব কেরিয়ার গ্রাফ রয়েছে তাঁর। তিনি ১৪০.৯৮ স্ট্রাইক রেটে সাড়ে তিন হাজারেরও বেশি রান ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন। বল হাতেও রীতিমতো আগুন ঝরিয়েছেন নিশাম। ৯.০৩ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২১৩টিরও বেশি। এবার রংপুরের মতো ঐতিহ্যশালী দলে তাঁর নাম নথিভুক্ত হলো। ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়েছে রংপুর। ১০পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে আগামী শনিবার তাদের ম্যাচের কী ফলাফল হয় সেটাই হচ্ছে দেখার।

এছাড়া বিগত কয়েক ম্যাচে নিয়মিত পরাজয়ের পরে ঢাকা তাদের শক্তি বাড়ালো। ইতিমধ্যেই তাদের স্কোয়াডে যোগ দিয়েছে পাকিস্তানের দীর্ঘদেহি পেসার মহম্মদ ইরফান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান গাজী মহম্মদ তাহজিবুল ইসলাম। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, দুজনেই শুক্রবার দলের সাথে যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে। যেখানে তাঁদের অন্তর্ভুক্তির খবর পাওয়া যাচ্ছে। যদিও ইরফান বিপিএলে নতুন নয়। এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এর পাশাপাশি তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন। বিভিন্ন সময়ে টি-টোয়েন্টিতেও তার পারফরম্যান্স বেশ নজর কেড়েছে। ১৫৩ ম্যাচ খেলে ১৬০টি উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন অভিজ্ঞ এই পেসার। তাঁর ইকোনোমি রেট ৬.৬৭।

অন্যদিকে বিপিএলে এই প্রথমবার দল পেলেন তাহজিবুল। এখনো পর্যন্ত তার মাত্র দুটি অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এই তরুণ। গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও অংশ নিয়েছিলেন তিনি। এই ক্রিকেট লিগে তিনি নিয়মিত খেলেছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। সবমিলিয়ে এই মরসুমের বিপিএল বেশ জমে উঠেছে এ কথা বলাই যায়।

 

Sports News