বার্ষিক চুক্তিতে শ্রেয়স, ঈশানের না থাকা নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান

গত বুধবার বার্ষিক চুক্তি প্রকাশ করেছে বোর্ড। সেখান থেকেই বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান।

author-image
Manoj Kumar
New Update
Irfan Pathan

Irfan Pathan. (Image Source: X )

গত বুধবারই বার্ষিক চুক্তি প্রকাশ করেছে বোর্ড। সেখানেই বড়সড় চক ছিল ভারতীয় দলের তরফে। বোর্জের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। সেই ঘটনা নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। একইসঙ্গে বেশ কয়েকদিন ভারতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেই তুলনা টেনেই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তম ক্রিকেটার ইরফান পাঠান। হার্দিক পান্ডিয়াকেও দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি। কিন্তু বোর্ডের চুক্তিতে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

ভারতীয় দলের হয়ে গত বছরের শেষ থেকে দেখা যায়নি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে। কয়েেকদিন আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বার্তা দেওয়া হয়েছিল এই দুই ক্রিকেটারের তরফে। ঘরোয়া ক্রিকেট খেলার কথাই বারবার টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের তরফে জানানো হয়েছিল। যদিও সেই কথায় কর্ণপাত করেননি এই দুই ক্রিকেটার। তারা ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। আর সেটাই যেন বোর্ডে কর্তা থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়নি।  এরপর প্রকাশ হয়েছে বোর্ডের বার্ষ্ক চুক্তি। সেখানেই এই দুই ক্রিকেটাকে বাদ রাখা হয়েছে।

বোর্ডের বার্ষিক চুক্তি নিয়ে ক্ষুব্ধ ইরফান পাঠান

সেই প্রসঙ্গ টেনেই এবার মুখ খুলেছেন ইরফান পাঠান। কার্যত শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের পাশেই দাঁড়িয়েছেন তিনি। তাঁর মতে হার্দিক পান্ডিয়াও গতবছরের বিশ্বকাপ থেকে আর মাঠে নামেননি। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হওয়ার আগেই ছিটকে গিয়েছিলেন হার্দিক। ইরফান পাঠানের মতো হার্দিক পান্ডিয়াকেও ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফর্ম্যাটে খেলার বার্তা দেওয়াটা উচিত্ ছিল। যদিও তেমনটা হয়নি। এক যাত্রায় পৃথক ফল হওয়া নিয়েই এবার বেশ ক্ষুব্ধ ইরফান পাঠান।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ দুজনেই যথেষ্ট দক্ষ এবং প্রতিভাবান ক্রিকেটার। আমি আশা করি যে তারা শীঘ্রই ফিরবেন এবং আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। হার্দিক পান্ডিয়া এবং তাঁর মতো অনেকেই যারা লাল বলের ফর্ম্যাটের ক্রিকেট খেলেন না। তারা যখন ভারতীয় দলের বাইরে থাকেন তাদেরও উচিত্ ঘরোয়া ক্রিকেটে সাদা বলার ফর্ম্যাটে খেলা। যদি সবার ক্ষেত্রে নিয়ম এক না হয়, তবে ভারতীয় ক্রিকেট কোনওদিনই তাদের কাঙ্খিত ফলাফল পাবে না।

Sports News