/bl-sky-247/media/media_files/VdXmS6T9jsRQQXE0uIv3.jpg)
Chennai (Source: X)
লোকসভা নির্বাচনের কারণে চলতি বছরের ভারতীয় টি-টোয়েন্টি লিগ ভারতের পাশাপাশি অন্য দেশেও হতে পারে বলে ক্রিকেটমহলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু বুধবার যাবতীয় জল্পনার অবসান ঘটালেন ভারতীয় টি-টোয়েন্টি লিগের চেয়ারম্যান অরুন ধুমল। এই কোটিপতি ফ্রাঞ্চাইজি লীগের আসর দেশের মাটিতে আয়োজন করার বিষয়ে বদ্ধপরিকর তিনি। একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়ে দিয়েছেন, সরকারের সাথে দীর্ঘ আলোচনা করে তবেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তিনি একটি বিবৃতি দিয়ে এই প্রসঙ্গে জানান, ‘ যাতে আইপিএলের সমস্ত ম্যাচ ভারতের মাটিতে আয়োজন করা যায় সেই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্তরকম সমন্বয় রক্ষা করে চলেছি। ভোটের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গেও আমরা কথা বলে রেখেছি। আমরা শুধুমাত্র লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার অপেক্ষায় রয়েছি। ভোটের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ভারতীয় টি-টোয়েন্টি লিগের দিনক্ষণ ঘোষণা করা হবে।’
কবে থেকে শুরু হতে ভারতীয় টি-টোয়েন্টি লিগ ২০২৪? সেই ব্যাপারেও খানিক ইঙ্গিত দিলেন অরুন। বলছেন সম্ভবত মার্চ মাসের শেষের দিকে এই টুর্নামেন্ট শুরুর ভাবনাচিন্তা রয়েছে তাঁদের। যতদূর জানা গেছে ভারতে লোকসভা নির্বাচন হবে এই বছর এপ্রিল মাসে। তার আগেই এই টি-টোয়েন্টি লীগ শুরুর ভাবনা চেয়ারম্যানের। তিনি এও আশ্বস্ত করেছেন যে সরকারের সঙ্গে আলোচনায় বসে একটি সঠিক সমাধান সূত্র অবশ্যই এক্ষেত্রে বেরিয়ে আসবে। প্রসঙ্গত অতীতে নির্বাচনের কারণে দেশের বাইরে ভারতীয় টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হওয়ার উদাহরণ রয়েছে। ২০০৯ সালে লোকসভা ভোটের কারণে পুরো প্রতিযোগিতাটাই সরে গিয়েছিল সুদূর দক্ষিণ আফ্রিকায়। ২০২৪ সালে এই লিগের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় আরব আমিরশাহীতে। যদিও পরবর্তী পর্ব ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল। তবে ২০১৯ সালে লোকসভা ভোট থাকলেও পুরো প্রতিযোগিতাই ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। লোকসভা ভোটের পাশাপাশি এক্ষেত্রে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মাথায় রেখেছেন গভর্নিং বডির চেয়ারম্যান। ১লা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতবছর মূলত ৩১ শে মার্চ থেকে ভারতীয় টি-টোয়েন্টি লিগ শুরু হয়ে ২৯শে মে পর্যন্ত তা অনুষ্ঠিত হয়েছিল। চ্যাম্পিয়ন হয় ধোনির দল চেন্নাই। সূত্র মারফত জানা গিয়েছে যে এ বছর ১০ দলের লিগে সম্ভবত ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। ভোটের কারণে এক্ষেত্রে তা দুটি ভাগে ভাগ করে নেওয়া হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সূচি তৈরির উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে। আইপিএল খেলেই ক্রিকেটাররা উড়ে যাবেন বিশ্বকাপের মঞ্চে। এক্ষেত্রে টানা ম্যাচের সঙ্গে লম্বা বিমান সফরের ধকল থাকবে। তাই বোর্ডের তরফে সবদিকই পর্যালোচনা করা হবে।